সাঁথিয়ায় জাতীয় ইদুর দমন অভিযান আলোচনা সভা

সাঁথিয়া প্রতিনিধিঃ ছাত্র- শিক্ষক কৃষক ভাই- ইদুর দমনে সহযোগিতা চাই” এ প্রতিপাদ্যকে সামনে রেখে সাঁথিয়ায় জাতীয় ইদুর দমন অভিযান ২০২৪ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বুধবার সকালে উপজেলা কৃষি অফিসের আয়োজনে উপজেলা কৃষক প্রশিক্ষন কেন্দ্রে কৃষি অফিসার সন্জিব কুমার গোস্বামীর সভাপতিত্বে আলোচনা সভা হয়। সভায় সাঁথিয়া উপজেলা নির্বাহী অফিসার জাহিদুল ইসলামপ্রধান অতিথির বক্তব্য দেন। কৃষি সম্প্রসারন অফিসার জোনায়েদ আল সাদীর পরিচালনায় বক্তব্য দেন প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ জহুরুল হক, প্রেসক্লাব সভাপতি মানিক মিয়া প্রমুখ। বক্তারা বলেন, দেশে ১৮ প্রকার ইদুর রয়েছে। ইদুর বছরে ৫০০ মেট্টিক টন শস্য ক্ষতি করে। এদের দমন করতে হবে। এছাড়াও উপজেলার বিভিন্ম দপ্তরের কর্মকর্তা ও কৃষকরা উপস্থিত ছিলেন। সভায় ইদুর দমনকারী কামাল হোসেনকে পুরস্কৃত করা হয়।