সাঁথিয়ায় কৃষকদের মাঝে সার ওবীজ বিতরন

সাঁথিয়া প্রতিনিধিঃ কৃষিই সমৃদ্ধ”  এ প্রতিপাদ্যকে সামনে রেখে সাঁথিয়ায় কৃষকদের বিনা মুল্যে সার ও বীজ বিতরন করা হয়।
বুধবার সকালে উপজেলা কৃষি অফিসের আয়োজনে উপজেলা কৃষক প্রশিক্ষন কেন্দ্রে কৃষি অফিসার সন্জিব কুমার গোস্বামীর সভাপতিত্বে সার বীজ বিতরন সভায় সাঁথিয়া উপজেলা নির্বাহী অফিসার জাহিদুল ইসলাম প্রধান অতিথির বক্তব্য দেন। ২০২৪-২৫ অর্থ বছরে রবি/২০২৪-২৫ মৌসুমে গম, সরিষা, শীতকালীন পেয়াজ, খেশারী,  ভুট্টা, মসুর ও অড়হর প্রনোদনা কর্মসুচীর আওতায় কৃষকের মাঝে বিনামুল্যে রাসায়নিক সার ও বীজ বিতরন করা হয়। কৃষি সম্প্রসারন অফিসার জোনায়েদ আল সাদীর পরিচালনায় বক্তব্য দেন প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ জহুরুল হক, প্রেসক্লাব সভাপতি মানিক মিয়া প্রমুখ। বক্তরা  বলেন ভাল বীজে ভাল ফসল ফলে, আমাদের ভসল বীজ সংগ্রহ করে ফসল ফলাতে হবে।
এছাড়াও উপজেলার বিভিন্ম দপ্তরের কর্মকর্তা ও কৃষকরা উপস্থিত ছিলেন।