যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, দেশবাসী আমাকে বলেছিলেন- ঈশ্বর একটি কারণের জন্য আমার জীবন রক্ষা করেছেন। সেই কারণটি ছিল আমাদের দেশকে বাঁচানো এবং যুক্তরাষ্ট্রকে মহানুভবতায় ফিরিয়ে আনা। এখন আমরা একসঙ্গে সেই মিশনটি পূরণ করব। বুধবার সকালে ফ্লোরিডায় সমর্থকদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন। খবর সিএনএনের।
ট্রাম্প আরও বলেন, ‘আমাদের সামনে যে কাজ আছে তা সহজ হবে না। তবে আপনি আমাকে যে কাজটি অর্পণ করেছেন তার জন্য আমার আত্মার প্রতিটি শক্তি, চেতনা এবং লড়াই করে যাব।
এদিকে বিবিসির খবরে বলা হয়েছে, নিজেকে যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট ঘোষণা করেছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, আমরা আমাদের দেশকে উপশম দিতে যাচ্ছি।
ট্রাম্প সীমান্ত সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দেন এবং বলেন, ‘এই বিজয় আমেরিকার জনগণের এক বিশাল অর্জন।’
ট্রাম্প বলেন, আমেরিকা আমাদের এমন একটি অভূতপূর্ব এবং শক্তিশালী ম্যান্ডেট দিয়েছে যা আমাদের অগ্রগতির পথকে সুগম করবে।
তিনি আরও বলেন, এই নির্বাচন মার্কিনিদের জন্য বিশেষ দিন হয়ে থাকবে এবং একদিন সমর্থকরা এই দিনকে তাদের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ দিন হিসেবে দেখবেন।
ট্রাম্প বলেন, রিপাবলিকানরা ডেমোক্র্যাটদের কাছ থেকে সিনেট পুনরুদ্ধার করেছে, যা তাদের দলের জন্য একটি বিশাল অর্জন।
ডোনাল্ড ট্রাম্প তার স্ত্রী মেলানিয়া ট্রাম্পকে ধন্যবাদ জানান। তাকে তিনি ‘ফার্স্ট লেডি’ হিসেবে উল্লেখ করেন। মেলানিয়ার বইয়ের প্রশংসা করে তিনি বলেন, তার নম্বর ওয়ান বেস্ট সেলার’ বই রয়েছে এবং তিনি মানুষকে সাহায্য করার জন্য কঠোর পরিশ্রম করছেন। মঞ্চে দাঁড়ানো তার সন্তানদের প্রতিও কৃতজ্ঞতা জানান ট্রাম্প।