বগুড়ায় আলোচিত রানা হত্যা  মামলার প্রধান আসামি গ্রেপ্তার

সঞ্জু রায়, বগুড়া:
বগুড়া শহরের জয়পুরপাড়া এলাকার রড ব্যবসায়ী রানা মিয়া হত্যা মামলার প্রধান আসামীকে গ্রেপ্তার করেছে র‍্যাব। রবিবার রাতে বনানী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আসামির নাম ইনসান। তিনি শহরের জয়পুরপাড়া পশ্চিমপাড়া এলাকার ফিরোজের ছেলে।
সোমবার দুপুর দেড়টায় র‍্যাব-১২ বগুড়ার দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছেন কোম্পানী কমান্ডার মেজর এহতেশামুল হক খান।
র‍্যাবের এই কর্মকর্তা জানান, গত ৮ সেপ্টেম্বর রাতে রিকশার ভাড়া মেটানো নিয়ে চালকের সঙ্গে তর্কে জড়ান রানা মিয়া। সেই সময় স্থানীয় কয়েকজন বখাটে যুবক রানা মিয়ার পক্ষ নিয়ে রিকশা চালককে মারধর করেন। পরে ওই রিকশাচালক তার স্বজনদের নিয়ে ওই বখাটে যুবকদের পাল্টা মারধর করে। পরে রানা মিয়ার পক্ষ নেওয়া বখাটেরা তার বিবাদে জড়ানোর পাওনা হিসেবে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন, কিন্তু রানা মিয়া সেই চাঁদা দিতে অস্বীকার করে। পরে ১০ সেপ্টেম্বর রানা মিয়া তাঁর বোনের বাড়িতে পারিবারিক এক অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে স্ত্রী রোজিনাকে নিয়ে বাড়ি ফিরছিলেন৷ পথিমধ্যে ক্ষুব্ধ ওই বখাটেরা রানা মিয়ার পথ রোধ করে দাবিকৃত চাঁদার টাকা না পেয়ে ওই দম্পতিকে উপর্যুপুরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক রানাকে মৃত ঘোষণা করেন। পরবর্তীতে রানা মিয়ার স্ত্রী বাদী হয়ে বগুড়া জেলার সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এই মামলায় সূত্র ধরে র‍্যাব-১২ বগুড়া গোপন সংবাদের ভিত্তিতে বগুড়া জেলার শাজাহানপুর থানার বনানী এলাকায় অভিযান পরিচালনা করে রড ব্যবসায়ী রানা মিয়া(৫৪) হত্যাকাণ্ডে জড়িত এজাহারনামীয় প্রধান আসামি ইনসানকে গ্রেপ্তার করে ।
তিনি আরো জানান, আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।