ইবির এইচআরএম বিভাগের নবীন বরণ ও প্রবীণ বিদায় সংবর্ধনা

ইবি প্রতিনিধি
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ব্যবসায় প্রশাসন অনুষদভুক্ত হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট (এইচআরএম) বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের নবীনবরণ ও ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা সাড়ে ১১টায় বিভাগের মিলনায়তনে এই আয়োজন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. শেলিনা নাসরীন। বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক শিমুল রায়, প্রভাষক উম্মে সালমা লুনা, প্রভাষক ফারিয়া ইসলাম ওরিধি। এছাড়া হিসাব বিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের অধ্যাপক ড. মিজানুর রহমান, সহকারী অধ্যাপক কামাল হোসেন এবং শাহবুব আলমও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিভাগের শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস ফুল ও আবু হানিফ যুব।
অনুষ্ঠানে বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক মো. শহিদুল ইসলাম বলেন, “তোমরা দেশের মেধাবী শিক্ষার্থী। অনেক পরিশ্রম করে আজকের অবস্থানে এসেছো। তোমাদের প্রতি পরিবার, সমাজ ও দেশের অনেক প্রত্যাশা রয়েছে।”
এছাড়া তিনি শিক্ষার্থীদের নিষ্ঠা ও মনোযোগের সাথে পড়াশোনা করে যোগ্য নাগরিক হিসেবে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান। এছাড়াও তিনি শিক্ষার্থীদের র‌্যাগিংয়ের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিতে এবং নিজ নিজ দায়িত্ব পালনে সচেষ্ট থাকতে বলেন।