বাগমারায় শিশুসহ গৃহবধূ নিখোঁজ

নাজিম হাসান, রাজশাহী জেলা প্রতিনিধি:
রাজশাহীর বাগমারা উপজেলার ভবানীগঞ্জ পৌরসভার উত্তরএকডালা মহল্লার আব্দুস সামাদের ছেলে ট্রাক চালক জাহিদুল ইসলামের শিশু মেয়েসহ তার স্ত্রী নিখোঁজ রয়েছে। গত ২২অক্টোবর রাত থেকে তাদের পাওয়া যাচ্ছে না বলে জানা গেছে। এ ব্যাপারে নিখোঁজের স্বামী জাহিদুল ইসলাম বাগমারা থানায় একটি সাধারন ডায়েরী করেছেন। জানা যায়, দূর্গাপুর উপজেলার কিসমত গনকৈড় গ্রামের মুন্তাজ আলীর মেয়ের সঙ্গে সাত বছর আগে বিয়ে হয় বাগমারার জাহিদুল ইসলামের। এরই মাঝে জান্নাতুন নামের তাদের পাঁচ বছরের এক মেয়ের জন্ম হয়। জাহিদুল পেশায় একজন ট্রাক চালক। চারদিন ট্রাক নিয়ে ভাড়ায় বাইরে থাকার পর গত ২২ অক্টোবর রাতে বাড়িতে ফিরে জাহিদুল। রাতের খাবার খেয়ে ঘুমিয়ে যাবার পর গভীর রাতে ঘুম থেকে জেগে ওঠে স্ত্রী জেসমিন আক্তার ও মেয়ে জান্নাতুন কে দেখতে পায়না জাহিদুল। অনেক খোঁজাখুজি করেও স্ত্রী-সন্তানের সন্ধান না পেয়ে ২৪ অক্টোবর বাগমারা থানায় জিডি করেন তিনি। এ ব্যাপারে স্বামী জাহিদুল ইসলাম জানান, আমি সম্ভাব্য স্থান গুলোতে আমার স্ত্রী-সন্তান কে খুঁজেও পাইনি। তারা নিখোঁজ হবার পর থেকে বাড়ি থেকেও কিছু অর্থ ও স্বর্ণালংকার পাওয়া যাচ্ছেনা। যোগাযোগ করা হলে মেয়ের পিতা মুন্তাজ ও মামা ফরহাদ হোসেন বলেন, আমাদের মেয়ে কোথায় আছে তা আমরা জানিনা। বাগমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদুল ইসলাম বলেন, এ ব্যাপারে গৃহবধূর স্বামী জাহিদুল ইসলাম থানায় একটি সাধারন ডায়েরী করেছেন। আইনগত ভাবে পদক্ষেপ নেয়া হবে।#