ফিলিস্তিনিদের স্বাধীনতা

এনামুল হক টগর

বিশ্ব বিবেক কি নিরব ঘুমিয়ে পড়েছে দীর্ঘ সময়ের যাত্রায় অসহায় মানুষ মানবতা?
কতোকাল ঘুমিয়ে থাকবে হে বিশ্বমানব জাতি জেগে ওঠো স্বাধীনতার লড়াই জীবন প্রগতি?
ফিলিস্তিনিদের পবিত্র মাটিতে আজ মৃত্যুর যন্ত্রণায় জীবনের আহত লাশ ক্ষতবিক্ষত।
শিশু যুবক বৃদ্ধ ও নারীদের মৃত দেহ মাটির বুকে বেদনাবিধুর জ্বালায় করুণ অঙ্গার।
বিশ্ব সভ্যতার আর্দশে মানব জাতি জেগে ওঠো লড়াই ফিলিস্তিনিদের পক্ষে বহুদূর-
বিপ্লবী সময় আজ পৃথিবীকে ডাকে জেগে ওঠো বাঁচার যুদ্ধ দৃঢ় দীপ্ত অঙ্গীকার।
অগ্নি শিখার বিদ্রোহে দাউ দাউ জ্বলে ওঠো আমির হামজা আমীর সিদ্দিকী সু-ষমবন্টন।
কেন যে ঘুমিয়ে আছে ফিলিস্তিনিরা কেন যে ঘুমিয়ে আছে আমীর ওমর তীক্ষ্ণ তরবারি?
কেন যে ঘুমিয়ে আছো আমীর উসমান নূরাইন জেগে ওঠো সুদূর লড়াই মহা-শান্তির।
ভোর বেলায় বিপ্লবী পাখিরা দেশপ্রেমিকদের ডাকে জেগে ওঠো বিশ্বমানবতার মহারীর।
আমির মাওলা আলীর ধারালো যুদ্ধের তরবারি জেহাদি জুলফিকার।
স্বাধীনতার রণাঙ্গনে বীর যোদ্ধারা তোমাদের সাথে মহাবীর সাহসী খালিদ বিন ওয়ালিদ।
যুদ্ধ করতেই হবে ইস্পাত কঠিন দানবের বিরুদ্ধে মুক্তির যুদ্ধ ফিলিস্তিনির ভূখণ্ড অবিচ্ছেদ্য।
প্রতিটি মৃত্যুই ফিলিস্তিনিদের জন্মভূমি প্রতিটি মৃত্যুই ফিলিস্তিনিদের পুষ্প সৌরভ জান্নাত বাগিচা।
প্রতিটি মৃত্যুই স্বধীনতার আগামী সূর্যদোয় শহীদ রক্ত প্রভাত দীপ্ত সকাল আশা।
প্রতিটি মৃত্যু থেকে ফিরে আসে নব নব চেতনা জন্মভূমির অধিকার নব নব জীবন উৎসর্গ মুক্তির।
এইতো গতরাতে হাসপাতালে আহত শিশু কিশোর বৃদ্ধের করুণ মৃত্যুর চিৎকার।
অসংখ নারী ও পুরুষদের গণহত্যার ইতিহাস লেখা হয় নির্মম নিষ্ঠুর।
সাহসী দেশপ্রেমিক সংগ্রামী সালাউদ্দিন আইয়ুবী জেগে ওঠো সময়ের বিপ্লবী মহাবীর।
ছুটে চলো পৃথিবীর পথে পথে ধ্বনি প্রতিধ্বনি আওয়াজ তোল ফিলিস্তিনিদের স্বাধীনতা।
যুদ্ধ জীবন ও সভ্যতাকে ধ্বংস করে তীব্র ব্যথায় জ্বলেপুরে বেদনাবিধুর শরীর জগত।
অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ ছাড়া শান্তি ও স্বাধীনতা আসে না প্রাণের চেতনা দীর্ঘ সংগ্রাম দীপ্তকর।
বিনিদ্র কবি আমি ন্যায়পরায়ণ যুদ্ধের শেকড়ে রসদ যোগাই কলম ও কালির যুদ্ধ হাতিয়ার।
ঘাতক সাম্রাজ্যবাদ শাসকের ভণ্ড অস্তিত্ব জ্বালাই পুড়াই তীব্র দহন শত্রুর প্রতি ন্যায়ের ঘৃণা।
আঁধার ভেঙে আঁধার চুরে প্রতিনিয়ত জিহাদিরা আনে সূর্য দীপ্ত মানবতার জাগরণ।
ফিলিস্তিনি জেগে ওঠো পৃথিবী জেগে ওঠো দাউ দাউ যুদ্ধের আওয়াজ অগ্নি লেলিহান।
মৃত্যুর স্বাদ নিয়ে পুনরায় জেগে ওঠো নব নব প্রাণ নব নব ফিলিস্তিনির স্বাধীনতার দীপ্ত নয়ন।
জীবন যতদিন বেঁচে থাকে ততোদিনই লড়াই ততোদিনই সংগ্ৰাম অনাগত ভবিষ্যৎ শান্তির।
হে ফিলিস্তিনি মহাকালের চেতনায় লড়াই করো নতুন সংস্কার নতুন নির্মাণ স্বাধীনতার।
ফিলিস্তিন জেগে ওঠো‍ বিশ্বমানবতা জেগে ওঠো আন্দোলন সংগ্রামের মিছিল শ্লোগান।
২৫/১০/২০২৪