লালমনিরহাটে মৌলিক শিক্ষা ও কম্বল বিতরণ

লালমনিরহাট প্রতিনিধি।
লালমনিরহাটে মৌলিক শিক্ষা ও কম্বল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকাল ১১টায় লালমনিরহাট জেলার লালমনিরহাট সদর উপজেলার ২নং কুলাঘাট ইউনিয়নের পশ্চিম বড়ুয়া রোটারি উচ্চ বিদ্যালয় মাঠে রোটারি ক্লাব অব লালমনিরহাট ও ইনার হুইল ক্লাব অব লালমনিরহাটের যৌথ উদ্যোগে এ মৌলিক শিক্ষা ও কম্বল বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

রোটারি ক্লাব অব লালমনিরহাটের সভাপতি মোঃ মঞ্জুরুল আলম শেখ-এঁর সভাপতিত্বে রোটারি ক্লাব অব লালমনিরহাটের ইমিডিয়েট প্রেসিডেন্ট ইলেক্ট রফিকুল ইসলাম ও লিয়াকত আলী ভূইয়া-এঁর সঞ্চালনায় বক্তব্য রাখেন রোটারি ক্লাব অব লালমনিরহাটের পাস্ট প্রেসিডেন্ট সামছুল আলম, আব্দুস ছালাম বকুল, প্রেসিডেন্ট ইলেক্ট ডাঃ কাসেম আলী, রোটাঃ অ্যাড. চিত্তরঞ্জন রায়, সেক্রেটারী রোটাঃ আলেয়া ফেরদৌসী লাকী, পাস্ট প্রেসিডেন্ট ফেরদৌসী বেগম বিউটি, পশ্চিম বড়ুয়া রোটারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুনা লায়লা প্রমুখ। এ সময় রোটারি ক্লাব অব লালমনিরহাটের রোটাঃ মাজেদুল ইসলাম, ট্রেজারার ফারুক হোসেন স্বপনসহ রোটারি ক্লাব অব লালমনিরহাট ও ইনার হুইল ক্লাব অব লালমনিরহাটের অন্যান্য সদস্যবৃন্দ ও সাপ্তাহিক আলোর মনি পত্রিকার সম্পাদক মোঃ মাসুদ রানা রাশেদ, প্রকাশক মোঃ রমজান আলীসহ পশ্চিম বড়ুয়া রোটারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে বিশ্ব পোলিও দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

পরে পশ্চিম বড়ুয়া রোটারি উচ্চ বিদ্যালয়ের ১শত ৫০জন ছাত্র-ছাত্রীদের মাঝে পাউরুটি, ডিম ও কম্বল বিতরণ অনুষ্ঠিত হয়।