লালমনিরহাট পৌর সেবা বিষয়ক মতবিনিময় সভা

লালমনিরহাট প্রতিনিধি।
লালমনিরহাট পৌরসভাকে জনবান্ধব পৌরসভা গঠনের লক্ষ্যে “নাগরিক প্রত্যাশা ও পৌর সেবা” বিষয়ক শীর্ষক মতবিনিময় সভা আয়োজন করা হয়েছে।

বুধবার (২৩ অক্টোবর) সকাল ১১টায় লালমনিরহাট পৌর শপিং কমপ্লেক্স পৌর হলরুমে লালমনিরহাট পৌরসভার আয়োজনে লালমনিরহাট পৌর এলাকার বিভিন্ন শ্রেণী পেশার বিশিষ্টজনের অংশগ্রহণে এ মতবিনিময় সভা করা হয়।

পৌরসভার প্রশাসক মোঃ মাহবুবুর রহমান-এঁর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট-০৩ সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। এ সময় ক্যাপ্টেন (অবঃ) আজিজুল বীরপ্রতীক, লালমনিরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. মোঃ সাইখুল আরিফিন, লালমনিরহাট জেলা প্রাথমিক শিক্ষা অফিসার স্বপন কুমার রায় চৌধুরী, লালমনিরহাট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আলহাজ্ব শেখ আব্দুল হামিদ বাবু, লালমনিরহাট সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান একেএম মমিনুল হক, লালমনিরহাট পৌরসভার সাবেক কাউন্সিলর আব্দুস সালামসহ লালমনিরহাট পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা হরানন্দ রায়, হিসাব রক্ষণ কর্মকর্তা শফিকুল ইসলাম পাটোয়ারীসহ কর্মকর্তা-কর্মচারী, লালমনিরহাট পৌর এলাকার বিভিন্ন শ্রেণী পেশার বিশিষ্টজন উপস্থিত ছিলেন।