সিনওয়ার নিহত, নিশ্চিত করে যে হুঁশিয়ারি দিল হামাস

হামাসের শীর্ষ নেতা খলিল আল-হাইয়া নিশ্চিত করে বলেছেন, গাজার হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ার বৃহস্পতিবার রাতে ইসরাইলি হামলায় নিহত হয়েছেন।

শুক্রবার এক ভিডিও বিবৃতিতে আল-হাইয়া বলেছেন, সিনওয়ারের মৃত্যু হামাসকে আরও শক্তিশালী করবে এবং শিগগিরই ‘দখলদাররা’ এর জন্য অনুতপ্ত হবে।

সেই সঙ্গে হামাসের হাতে আটক থাকা ১০১ জন জিম্মিকে মুক্তি দেওয়া হবে না বলেও জানান খলিল আল-হাইয়া। তিনি বলেন, যতক্ষণ না ‘আগ্রাসন’ বন্ধ হয় এবং ইসরাইলি বাহিনী ফিলিস্তিনি অঞ্চলের গাজা উপত্যকা থেকে সরে যায়, ততক্ষণ পর্যন্ত জিম্মিদের কোনো মুক্তি নেই।

হামাসের এই কর্মকর্তা এ সময় নিহত হামাস প্রধান ইয়াহিয়া সিনওয়ারকে ‘একজন জাতীয় বীর’ বলে প্রশংসা করেন এবং বলেন, ‘তিনি তার শেষ নিঃশ্বাস পর্যন্ত ইসরাইলি বাহিনীর বিরুদ্ধে লড়াই করেছিলেন’।

পাশাপাশি, খলিল আল-হাইয়ার মাধ্যমে হামাস ‘জেরুজালেমকে রাজধানী করে একটি ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা না করা পর্যন্ত সংগ্রাম চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি’ পুনর্ব্যক্ত করেছে।

এর আগে, ইসরাইলি সেনাবাহিনী জানায় যে, তারা গাজা উপত্যকায় সামরিক অভিযানে ইয়াহিয়া সিনওয়ারকে হত্যা করেছে। সূত্র: আনাদোলু এজেন্সি