আগৈলঝাড়ায় হত্যা মামলার আসামী স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ফিরোজ শিকদার গ্রেফতার

অপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া (বরিশাল) থেকে :
বরিশালের আগৈলঝাড়ায় হত্যা মামলার আসামী উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ফিরোজ শিকদারকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতকে গতকাল শুক্রবার সকালে বরিশাল আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
মামলা সূত্রে জানা গেছে, ২০১৫ সালের ২১ ফেব্রুয়ারী আওয়ামীলীগ সরকারের সময় উপজেলা বিএনপি নেতা কবির হোসেনকে বাইপাস সড়কে কথিত ক্রসফায়ায় দিয়ে হত্যা করা হয়েছিল। তখন আওয়ামীলীগ সরকারের কারণে কোনরকম মামলা করতে পারেনি। ওই ঘটনার ১০ বছর পর নিহত পরিবার থেকে তার পুত্র কর্তৃক মামলা রুজু করা হয়। ওই মামলার আসামী আগৈলঝাড়া উপজেলার স্বেচ্ছাসেবকলীগ সভাপতি ফিরোজ শিকদারকে বৃহস্পতিবার বিকেলে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই শফিকুল সরদার গ্রেফতার করেন। গ্রেফতারকৃত ফিরোজ শিকদারকে গতকাল শুক্রবার সকালে বরিশাল জেলহাজতে প্রেরণ করা হয়েছে। ফিরোজ শিকদার হচ্ছে সরকারের পটপরিবর্তনের পরে রাজনৈতিকভাবে করা মামলার প্রথম আসামী।
এ ব্যাপারে আগৈলঝাড়ার ওসি (তদন্ত) সুশংকর মল্লিক বলেন, ফিরোজ শিকদারকে ২০১৫ সালের একটি হত্যা মামলায় গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে।