বড়াইগ্রামে যাত্রীবেশে চালককে ছুরিকাঘাত করে অটোভ্যান ছিনতাই

নাটোর প্রতিনিধি
নাটোরের বড়াইগ্রামে মো. শমসের আলী (৫০) নামে এক ব্যক্তিকে ছুরিকাঘাতে জখম করে ব্যাটারিচালিত অটোভ্যান ছিনতাই করেছে যাত্রীবেশি দুর্বৃত্তরা। সোমবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার বনপাড়া পৌরসভার কালিকাপুর মাখনপাড়ায় এ ঘটনা ঘটে। আহত ভ্যানচালক শমসের আলী উপজেলার ভবানীপুর ভাটোপাড়া গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে।
আহতের স্বজনরা জানান, সোমবার রাত সাড়ে ১০টার দিকে শসসের আলী অটোভ্যান নিয়ে নিজ বাড়িতে ফিরছিলেন। পথে বনপাড়া বাজারের পাশে তিনজন অপরিচিত ব্যক্তি তার ভ্যানটি থামাতে বলেন। এ সময় তারা সামনে যাওয়ার কথা বলে যাত্রী বেশে ভ্যানটি ভাড়া নেয়। কিছুদুর যাওয়ার পর হঠাৎ যাত্রীবেশে থাকা দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দেখিয়ে সড়কের পাশের ফাঁকা জায়গায় নিয়ে যায়। এরপর চালক শমসের আলীর কাছে ভ্যানের চাবি চাইলে তিনি আপত্তি জানান। এতে তারা ক্ষিপ্ত হয়ে শমসের আলীর পেটে ছুরি মেরে গুরুতর জখম করে ভ্যানটি নিয়ে পালিয়ে যায়। পরে পথচারীরা কান্নার আওয়াজ শুনে এগিয়ে গিয়ে তাকে আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে স্থানীয় ক্লিনিকে এবং পরে রাতেই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম জানান, এ ঘটনায় এখনো থানায় কোনো অভিযোগ হয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে ইতোমধ্যে দুর্বৃত্তদের শনাক্তসহ গ্রেপ্তার করতে পুলিশ মাঠে রয়েছে। খুব শিগগিরই তাদের গ্রেপ্তার করা হবে।