লালমনিরহাটে চুরি হওয়া ৩০ টন চাল উদ্ধার গোডাউন কর্মকর্তা লাপাত্তা 

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার ভোটমারী খাদ্য গোডাউন থেকে চুরি হওয়া ৩০ টন চাল উদ্ধার করেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা জহির ইমাম। বৃহস্পতিবার রাতে ভোটমারী খাদ্য গোডাউন থেকে ৩০ টন ৬শ ব্যাগ চাল ট্রলিযোগে চুরি করে নিয়ে সুখানদীঘির চালকল মালিক একরামুল হকের গোডাউনে রাখেন ওসি এল এসডি ফেরদৌস আলম। সংবাদটি উপজেলা নির্বাহী কর্মকর্তা গোপন সুত্রেপেয়ে লালমনিরহাট জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার মহোদয়কে জানান। জেলা প্রশাসকের নির্দেশ ক্রমে উপজেলা নির্বাহী কর্মকর্তা জহির ইমাম শুক্রবার সকালে একটি টিম গঠন করে দুপুরে সুখানদীঘির চালকল মালিক একরামুল হকের গোডাউন থেকে চাল উদ্ধার করে গোডাউন সিলগালা করেন। পরে লালমনিরহাট জেলা খাদ্য কর্মকর্তাকে নিয়ে ঘটনাস্থলে যেয়ে পরিদর্শন করেন জেলা প্রশাসক। তৎখনায় খাদ্যগোডাউনে যেয়ে খাতাপত্র পর্যালোচনা করে ২৫০ টন চালের হিসাব গরমিল পান। পরে ৪ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করেন জেলা প্রশাসক। অবশিষ্ট চুরি হওয়া আরো ২২০ টন চাল উদ্ধারের অভিযান চালাচ্ছেন কালীগন্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জহির ইমাম। ঘটনার পর থেকে ভোটমারী খাদ্য গোডাউন কর্মকর্তা ফেরদৌস আলম পলাতক রয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা জহির ইমাম ঘটনার সত্যতা সঠিক জানিয়ে বলেন,অবশিষ্ট চুরি হওয়া চাল উদ্ধারের অভিযান চলছে। লালমনিরহাট জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার জানান,এঘটনায় চার সদস্য বিশিষ্ট টিম গঠন করা হয়েছে তদন্ন্ত প্রতিবেদন আসলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।