পাবনায় বিশ্ব শিক্ষক দিবস উদযাপিত

পাবনা প্রতিনিধি :“ “শিক্ষকের কণ্ঠস্বর শিক্ষায় নতুন সামাজিক অঙ্গিকার” এই প্রতিপাদ্যে পাবনায় বিশ্ব শিক্ষক দিবস ২০২৪ উদযাপিত হয়েছে।
শনিবার সকাল ১০টায় পাবনা জেলঅ প্রশাসন ও জেলা শিক্ষা অফিসের আয়োজনে পাবনা জেলা প্রশাসন কার্যালয় থেকেদিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালী পাবনার প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়। র‌্যালী শেষে শিল্পকলা অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা শিক্ষা অফিসার মো. রোস্তম আলী হেলালীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন পাবনার জেলা প্রশাসক মো. মফিজুল ইসলাম। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মো. শরিফ আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক( শিক্ষা) মাহফুজা সুলতানা, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সিদ্দিক মো. ইউসুফ রেজা, পাবনা সরকারি কলেজের অধ্যক্ষ মো. আব্দুল মান্নান, পাবনা টিটিসি’র চিফ ইন্সট্রাক্টর অমল কুমার, পাবনা সেন্ট্রাল গার্লস স্কুলের প্রধান শিক্ষক মো. তালেবুর রহমান, রামচন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আতিকুল ইসলাম প্রমূখ ।
আলোচনা সভায় বক্তারা বলেন,সুশিক্ষা টেকসই উন্নয়নে সবচেয়ে বেশী আবদান রাখে। জাতি গঠনে সুশিক্ষার বিকল্প নাই। উন্নত দেশ গড়তে শিক্ষার সাথে সংশ্লিষ্ট সবাইকে আরো সচেতন ও দায়িত্বশীল হতে হবে।