নাটোরে মানবিহীন পঁচা মরিচের গুড়া উৎপাদন ও বিক্রয় করার অপরাধে জরিমানা ॥ কারখানা সিলগালা

নাটোর প্রতিনিধি
নাটোরে মানবিহীন পঁচা মরিচের গুড়া উৎপাদন ও বিক্রয় করার অপরাধে বুধবার দুপুরে ভ্রাম্যমান আদালত কারখানা সিলগালা করে দুটি প্রতিষ্ঠানকে ৪৫হাজার টাকা জরিমানা করেছে। দুটি কারখানার বিরুদ্ধে বিএসটিআইয়ের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে। এ সময় নিম্নমানের প্রায় ১৫০কেজি শুকনা মরিচ এবং প্রায় ১১০কেজি তৈরি লাল মরিচের গুড়া জব্দ করে ধবংস করা হয়। বিএসটিআই সূত্র জানায়, শহরের তেবাড়িয়া হাট এলাকার মুন্না ট্রেডার্সে ৩৫হাজার টাকা জরিমান করে কারখানা সিলগালা এবং বৈধ সিএম লাইসেন্স না থাকায় একই এলাকার কাসেম শাহ অয়েল মিলকে দশ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালতের বিচারক নাটোরের সিনিয়র এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিজু তামান্না ও ইশতিয়াক আহমেদ। এ সময় প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই রাজশাহী বিভাগীয় অফিসের ফিল্ড অফিসার মোঃ দেলোয়ার হোসেন।