বড়াইগ্রামে জাতীয়করণসহ তিনদফা দাবিতে এমপিওভূক্ত শিক্ষকদের মানববন্ধন

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি
নাটোরের বড়াইগ্রামে এমপিওভূক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ, জাতীয়করণের পূর্ব পর্যন্ত শিক্ষা প্রশাসনের বিভিন্ন পদে সরকারি হাইস্কুলের শিক্ষকদের পদায়ন বন্ধ এবং শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। উপজেলা বেসরকারী মাধ্যমিক শিক্ষা পরিবারের আয়োজনে সকাল ১১ টায় উপজেলা পরিষদের সামনে নাটোর-পাবনা মহাসড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনকালে পাঁচবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান, বড়াইগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুজ্জামান, বাগডোব উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম, তিরাইল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খলিলুর রহমান, চান্দাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওবায়দুল হক, আহম্মেদপুর এমএইচ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম জাকারিয়া মানিক ও কচুগাড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম জামান হোসেন বক্তব্য রাখেন। পরে শিক্ষক নেতারা ইউএনও লায়লা জান্নাতুল ফেরদৌসের কাছে তিন দফা দাবি সম্বলিত স্মারকলিপি প্রদান করেন।