ফ্রি মেডিকেল ক্যাম্প ও ঔষধ বিতরণ

মশাহিদ আহমদ, মৌলভীবাজার : প্রাক্তন রোভার স্কাউট মৌলভীবাজার এর আয়োজনে ও রংধনু সাতরং, কেন্দ্র বিন্দু মুক্ত স্কাউট মহাদল, দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ যুব ফোরাম-এর সার্বিক ব্যবস্থাপনায়, মৌলভীবাজার সদর, রাজনগরসহ জেলার বিভিন্ন এলাকায় পৃথক পৃথক সময় ও তারিখে বিভিন্ন ইউনিটে ভাগ হয়ে গ্রুপ ভিত্তিক “ফ্রি মেডিকেল ক্যাম্প ও ঔষধ বিতরণ” করা হয়েছে। সর্বশেষ গত ২১ সেপ্টেম্বর রাজনগর, মনসুরনগর ইউনিয়নের তারাচং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিতরণ করেন। প্রাক্তন রোভার মোঃ ইকবাল হোসেন পাবেল, সভাপতি দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ যুব ফোরাম, সোহেল রানা, রুমন আহমেদ জেলা রোভারের যুগ্ম সম্পাদক নাসির উদ্দিন আহমেদ উজ্জল-এর পরিচালনায় ও তাদের তত্ত্বাবধানে স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালন করেন- মামুন, মেহেদী, জিসান, ফাহিম। কাব ছিলেন- মোজাম্মিল, সিরাজ, তালহা,নাদীয়া, মাসুমা, তানজিলা, মাহমুদা, জুমা।

মেডিকেল ক্যাম্পে এর সার্বিক সহযোগিতায় ছিলেন- ইউপি সদস্য শেখ তছকির মিয়া, তারাচুং সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী প্রধান শিক্ষক সেলিনা আক্তার, চুমকি রানী ধর। দিনব্যাপী ক্যাম্পে প্রায় ৬শত ১০ জন নারী পুরুষ এবং ২শত৭০ জন শিশুকে প্রাথমিক স্বাস্থ্য সেবায় ও ঔষধ সহায়তা দেওয়া হয়। চিকিৎসা সেবা প্রদান করেন- ডা: কাজী দেলোয়ার আহমেদ (ডিএমএফ) মৌলভীবাজার সদর হাসপাতাল। মেডিকেল ক্যাম্প পরিদর্শন করেন- ইশতিয়াক আহমেদ, আর এস এল, মৌলভীবাজার পলিটেকনিক ইন্সটিটিউট। অয়ন তালুকদার, স্কাউট লিডার বাংলাদেশ স্কাউট মৌলভীবাজার জেলা। মো: সাহাব উদ্দিন (এএলটি)কাব লিডার বাংলাদেশ স্কাউট মৌলভীবাজার জেলা। জয়ীতা অর্পা আহমেদ অপি, পরিকল্পনা সম্পাদক, রংধনুর সাতরং মৌলভীবাজার। পৃথক পৃথক সময় ও তারিখে বিভিন্ন ইউনিটে ভাগ হয়ে গ্রুপ ভিত্তিক অন্যান্যদের সাথে ছিলেন- ডা: আমিনা আক্তার, ডা: কাদের সিদ্দিকী, ডা: প্রদীপ কুমার আচার্য, ফাতেমা আক্তার (মিডওয়াইফ), রিপন চন্দ্র দাস (ইউ এফ পিও),রিক্তা আচার্য (পরিবার কল্যাণ পরিদর্শক),পাপ্পু রাজ ভর (পরিবার পরিকল্পনা পরিদর্শক), রিপা দাশ (পরিবার কল্যাণ সহকারী)।