রানা আহম্মেদ অভি, ইবি প্রতিনিধি
বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের কেন্দ্রীয় বর্ষসেরা লেখক নির্বাচিত হয়েছেন মিজানুর রহমান মিজান। তিনি ইসলামী বিশ্ববিদ্যালয়ের আরবি ভাষা ও সাহিত্য বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী এবং দেশের জাতীয় পত্রিকাগুলোতে নিয়মিত কলাম লেখেন।
রবিবার (২২ সেপ্টেম্বর) সংগঠনটির ২০২৩-২৪ কার্যবর্ষের কেন্দ্রীয় সভাপতি মাহদী হাসান মজুমদার এবং সাধারণ সম্পাদক এস এ এইচ ওয়ালিউল্লাহ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বর্ষসেরা লেখক হওয়ার অনুভূতি সম্পর্কে মিজান বলেন, “এটি স্বীকৃতির একটি বড় মাইলফলক, যা লেখার প্রতি ভালোবাসা এবং কঠোর পরিশ্রমের ফল। তবে, কিছু চাপও অনুভূত হয়, কারণ পরবর্তী কাজগুলোতে সেই মান ধরে রাখা আশা থাকে।”
তিনি তরুণ লেখকদের উদ্দেশ্যে বলেন, “লেখালেখি একটি যাত্রা, যেখানে নিজস্ব কণ্ঠস্বর খুঁজে পাওয়া গুরুত্বপূর্ণ। নতুন আইডিয়া নিয়ে পরীক্ষা করুন, সাহসী হন, এবং নিজের অভিজ্ঞতা ও অনুভূতিগুলোকে গল্পের মাধ্যমে প্রকাশ করুন। ভুল থেকে শিখুন, এবং কখনও হার না মানুন। আপনার শব্দগুলো বিশ্বকে বদলাতে পারে!”
মিজানের এই অর্জন তরুণ লেখকদের জন্য একটি অনুপ্রেরণা, যা তাদের লেখালেখিতে নতুন উদ্যম যোগাবে।