বেড়ার চরাঞ্চলে মাষকলাই চাষে ব্যস্ত চাষী

ওসমান গনি, বেড়া, পাবনা ঃ
যমুনা নদী বেষ্টিত পাবনা বেড়া উপজেলার বিস্তীর্ন চরাঞ্চলে এখন মাষকলাই চাষে বাস্ত সময় পার করছে কৃষকরা।
বেড়া উপজেলার কৃষি সম্প্রসারণ অফিস সূত্রে জানা যায় উপজেলার চরাঞ্চলে বেলে দোআশ মাটিতে প্রচুর পরিমাণ মাষকলাই উৎপাদন হয়ে থাকে। চরাঞ্চলের চর নাকালিয়া, চর সাঁড়াশিয়া, চর নাগদাহ, চর সাফুল্লা, চর কল্যাণপুরসহ বেশ কয়েকটি চর এলাকা সরেজমিনে ঘুরে এবং বিভিন্ন এলাকার কৃষকদের সাথে যোগাযোগ করে ও
খোঁজ-খবর নিয়ে জানা যায় ভাদ্র মাসের দুই সপ্তাহ যেতেই এবং আশি^ন মাসের পুরো সময় ধরেই এই ডাল জাতীয় ফসল মাষকলাই চাষাবাদের পুরো মৌসুম শুরু হয়। কৃষক-কিষাণীরা তাই এখন মাষকলাই চাষের জন্য জমির পরিচর্যায় ব্যস্ত রয়েছে। আবার ইতোমধ্যে অনেক কৃষক গো-খাদ্যের জন্য ঘাস উৎপাদনের লক্ষ্যে আগে থেকে
মাষকলাই বীজ ছিটায়ে বোনার কাজ শেষ করেছে। চরাঞ্চলের উঁচু জমিতে এ বছর বর্ষাকালে পানি না ওঠায় চাষীরা ক্ষেতে লাঙল বা ট্রাক্টর দিয়ে চাষ দিয়ে মাষকলাই বীজ বোনার জন্য জমি প্রস্তুত করছে। এ বিষয়ে বেড়া উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ নুসরাত কবির বলেন, বেড়া উপজেলায় মোট ২ হাজার ১শ হেক্টর জমিতে
মাষকলাই চাষাবাদ হয়ে থাকে। তারমধ্যে শুধু চরাঞ্চলেই ১ হাজার হেক্টর জমিতে মাষকলাই আবাদ হয়ে থাকে।
কৃষি অফিসের পক্ষ থেকে মৌসুমের সময় মাষকলাই চাষীদের মধ্যে প্রণোদনা হিসেবে বীজ, সার ও বিভিন্ন উপকরণ দেওয়া হয়ে থাকে।