ঐতিহাসিক এই জয় দলীয় প্রচেষ্টার ফল: লিটন

অনাবিল ডেক্স ::

স্কোরবোর্ডে রান মাত্র ২৬। কিন্তু উইকেট নেই ৬টি। এমন ব্যাটিং বিপর্যয়ে ক্রিজে আসেন লিটন দাস। এরপর মেহেদি হাসান মিরাজকে সঙ্গে নিয়ে ইনিংস মেরামত করেন। অসাধারণ এক সেঞ্চুরিতে দলকে ম্যাচে ফেরান এই উইকেটরক্ষক ব্যাটার। তার ১৩৮ রানে ভর করে ৬ উইকেটের জয়ে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করেছে টাইগাররা।

এমন ইনিংস খেলে ম্যাচসেরার পুরস্কার পেয়েছেন লিটন। তবে এই জয়ের কৃতিত্ব সবাইকেই দিচ্ছেন এই উইকেটরক্ষক ব্যাটার। ম্যাচ শেষে তিনি বলেন, ‘এই জয় দলীয় প্রচেষ্টার ফলাফল। সকলের এবং কোচিং স্টাফদেরও ক্রেডিট রয়েছে। টেস্ট ম্যাচ জিততে হলে ব্যাটিং, বোলিং, ফিল্ডিং ভালো করতে হয়।’

মিরাজের প্রশংসা করে লিটন আরও বলেন, ‘আমি আর মিরাজ যখন ব্যাটিং করছিলাম, আসলে কৃতিত্বটা মিরাজের। প্রথমে যেভাবে ও কয়েকটি বল মোকাবেলা করেছে। আমি (কনুইতে) আঘাত পেয়েছিলাম ফলে এতটা মারতে পারিনি। তাই মিরাজ যখন ব্যাটিং করছিল, ও ৫ কি ৬টা বাউন্ডারি মেরেছিল এবং এটি আমাদের জন্য কাজ সহজ করে দিয়েছিল।’