শ্রীমঙ্গলে চুর অপবাদ দিয়ে গাছে বেঁধে নির্যাতন : আদালতে মামলা দায়ের

মৌলভীবাজার প্রতনিধি : শ্রীমঙ্গলে রাজন মিয়া (৩৫)-নামীয় এক অটোরিকসা চালক (দিন মজুর)-কে গাছের সাথে হাত-পা ও মুখ বেঁধে প্রায় সাড়ে ৭ ঘন্টা যাবৎ অমানবিক নির্যাতন করা হয়েছে। ঘটনাটি ঘটেছে- উপজেলার ৬নং আশিদ্রোন ইউনিয়নের জানাউড়া গ্রামে গত ২৪ আগষ্ট রাত অনুমান সাড়ে ৯ ঘটিকার দিকে। এ ঘটনায় ভুক্তভোগী রাজন মিয়া মৌলভীবাজার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট ও ২নং আমল আদালতে গত ২৯ আগষ্ট বাদী হয়ে জানা উড়া গ্রামের মো: দুলাল মিয়ার পুত্র মাসুম আহমেদ মামুন (২৫), মৃত : নুরাজ মিয়া এর পুত্র শফিক মিয়া (৩৫), জানাউড়া, কড়ইতলা গ্রামের ইদ্রিছ মিয়া এর পুত্র জুয়েল মিয়া (৩০), শ্রীগাাঁও গ্রামের জিতু মিয়া-এর পুত্র শেখ জসিম উদ্দিন (৪০)-গং অজ্ঞাতনামা ১০/১৫জনের বিরুদ্ধে মামলা (মামলা নং-৩৬৯/২০২৪ইং) দায়ের করেছেন। মামলাটি বিজ্ঞ আদালত আমলে নিয়ে পিবিআই, মৌলভীবাজার-কে তদন্ত করে প্রতিবেদন দেওয়ার নির্দেশ প্রদান করেছেন। মামলা সুত্রে ও ঘটনার বিবরনে জানা গেছে- ঘটনার ২/৩দিন পূর্বে জানাউড়া বাজারে জনৈক তৌফিক মিয়া-এর একটি দোকান চুরি হয়। তাদের সনাক্তমতে ছালাম মিয়া নামক-এক ব্যক্তি জড়িত মর্মে স্বীকার করে। কিন্তুু সেই ঘটনাকে কেন্দ্র করে পূর্ব পরিকল্পনা অনুসারে গত ২৪ আগষ্ট রাত অনুমান সাড়ে ৯ ঘটিকার দিকে ২/৩দিন পূর্বে জানাউড়া বাজারে জনৈক তৌফিক মিয়া-এর দোকান চুরি‘র বিষয়টি সামনে রেখে রাজন-এর বাড়ীতে হামলা করে এবং তার ঘরে থাকা শিশু ও স্ত্রীকে এলোপাতাড়ি মারপিট করে চুরের অপবাদ দিয়ে রাজনকে জোরপূর্বক ধরে নিয়ে শফিক মিয়া এর বাড়ীতে একটি গাছের সাথে বেঁধে হাত-পা ও মুখ বেঁধে প্রায় সাড়ে ৭ ঘন্টা (২৪/০৮/২-২৪ইং রাত সাড়ে ৯ ঘটিকা থেকে- ২৫/০৮/২০২৪ইং রাত ৩ ঘটিকা পর্যন্ত) যাবৎ অমানবিক নির্যাতন করে মিথ্যা স্বীকারোক্তি আদায়ের চেষ্টা করা হয়। এ বিষয়ে জানতে চাইলে ভুক্তভোগীর পিতা মো: দুলাল মিয়া, তার পুত্র রাজন মিয়া, স্ত্রী নাজু বেগমসহ একাধিক লোকজন বলেন- মাসুম আহমেদ মামুন তার দুবাই প্রবাসী আপন চাচাতো ভাই-এর স্ত্রীর সহিত পরকিয়া প্রেমে লিপ্ত হতে চাইলে রাজনসহ তার পরিবার বাঁধা সৃষ্টি করেন এবং মাসুম-কে পারিবারিক ভাবে শাসন করেন। বড়ভাই রাজনের শাসন সহজভাবে মাসুম মেনে নিতে না পারায় বড় ভাইয়ের উপর প্রতিশোধ নিতে বিভিন্ন পরিকল্পনা করে। সর্বশেষ জানাউড়া বাজারে জনৈক তৌফিক মিয়া-এর একটি দোকান চুরির বিষটি সুযোগ হিসাবে কাজে লাগায় এবং তার সহযোগীদের মাধ্যমে চুরির অপবাদ দিয়ে গাছের সাথে হাত-পা ও মুখ বেঁধে প্রায় সাড়ে ৭ ঘন্টা যাবৎ অমানবিক নির্যাতন ও ভিডিও ধারন করে। পরবর্তীতে শেখ জসিম উদ্দিন নামীয় ফেসবুক আইডিসহ তাদের অনুসারীদের মাধ্যমে ভিডিও ভাইরাল করে। এ বিষয়ে জানতে চাইলে সিন্দুর খান ইউনিয়নের চেয়ারম্যান ইয়াছিন আরাফাত রবিন বলেন- রাজন মিয়া আমার প্রতিবেশী। আমাকে এ বিষয়ে কেউ অবগত করেনি। আমি শেখ জসিম উদ্দিন নামীয় ফেসবুক আইডি‘এর ভিডিওতে দেখেছি। কেউ অপরাধ করলে আইন নিজের হাতে তুলে নেয়া অপরাধ। এভাবে গাছের সাথে বেঁধে নির্যাতন করতে পারে না। এসব অন্যায় সমর্থন করি না। চুর হলে তাকে আইন শৃঙ্গলা বাহিনীর হাতে তুলে দেওয়া হলো না কেনও ?।