হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে পদ্মায় পানি কমেছে

// ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতাঃ
পদ্মা নদীর পাকশী এলাকার হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে গত ২৪ ঘণ্টায় পানি ৩ সেন্টিমিটার কমেছে বলে জানিয়েছেন পাবনা পানি উন্নয়ন বোর্ডের সহকারি পরিচালক মোশারফ হোসেন। বুধবার পানি পরিমাপ করে দেখা গেছে এই পয়েন্টে ৩ সেন্টিমিটার কমে হয়েছে ১১.৯৫ মিটার।

এরআগে রবিবার (২৫ আগস্ট) এই পয়েন্টে পানি ছিল ১১.৯৪ মিটার। সোমবার ( ২৬ আগস্ট) ৪ সেন্টিমিটার বেড়ে হয় ১১. ৯৮ মিটার। মঙ্গলবার (২৭ আগস্ট) পানির প্রবাহ স্থিতিশীল অর্থাৎ ১১.৯৮ মিটার ছিল। পদ্মা নদীর হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে বিপদসীমা ১৩.৮০ মিটার।

তিনি বলেন, সোমবার মোট ১০৯টি গেট খোলা হয়েছে বলে জেনেছি। এসময়ে হঠাৎ গেটগুলো খুলে দিলেও এ অঞ্চলে বন্যার আশঙ্কা নেই। কারণ যমুনার পানি যখন কমে, তখন পদ্মার পানি বাড়ে। যমুনার পানি কমলে পদ্মার পানি বাড়লে বণ্যা হবে না। এখন যমুনার পানি কমার সাথে সাথে পদ্মার পানিও কমছে। সুতরাং এই মূহুর্তে বণ্যা হওয়ার সম্ভাবনা নেই বলে আমাদের বিশ্বাস।

এরআগে গত ১৯ আগস্ট এই পয়েন্টে পানি বৃদ্ধি পেয়ে ১২.১৮ মিটার হয়েছিল। এরপর কমতে থাকলেও দুইদিন পানি সামান্যই বৃদ্ধি পায়। আমাদের বোর্ডের হেড অফিস জানিয়েছে, তেমন উদ্বিগ্ন হওয়ার কারণ নেই। আমরা গোটা পরিস্থিতির ওপর নজর রাখছি।