চাটমোহর (পাবনা) প্রতিনিধি
দেশের ১১ জেলায় ভয়াবহ বন্যায় আক্রান্তদের পাশে দাঁড়াতে রাস্তায় নেমেছেন পাবনার চাটমোহরের শিল্পীরা। রবিবার (২৫ আগস্ট) চাটমোহর পৌর সদরের বিভিন্ন রাস্তায় গান গেয়ে তারা বন্যার্তদের জন্য সাহায্যের হাত বাড়ান বিভিন্ন শ্রেণী পেশার মানুষের কাছে।
জানা গেছে, বাংলার গায়েন খ্যাত সঙ্গীত শিল্পী রাসেল মৃধার উদ্যোগে বন্যার্তদের সাহায্য করার জন্য চাটমোহরের বিভিন্ন সংগঠনের শিল্পীরা শনিবার অনলাইনে যোগাযোগ করে রবিবার সকাল দশটায় স্টার মোড়ে একত্রিত হন। এর পর তারা বিভিন্ন বাদ্যযন্ত্র গলায় ঝুলিয়ে রাস্তায় রাস্তায় গান পরিবেশন করেন এবং সাহায্যের আবেদন জানান। বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এতে সাড়া দিয়ে সাধ্যানুযায়ী আর্থিক সহায়তা করেন। দুপুর ১টা পর্যন্ত তারা বিশ হাজার একশত আট টাকা সংগ্রহ করেন।
বাংলার গায়েন রাসেল মৃধা জানান, সংগৃহীত অর্থ আসসুন্নাহ ফাউন্ডেশনের মাধ্যমে বন্যার্তদের কাছে পৌছে দেওয়া হবে।