// পাবনা প্রতিনিধি : পাবনা আটঘরিয়ায় মৎস চাষীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার পাবনা আটঘরিয়া উপজেলা মডেল মসজিদ হল রুমে বেসরকারি উন্নয়ন সংস্থা আশা এর নিজস্ব অর্থায়নে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। তথ্য প্রযুক্তি ব্যবহার করে মাছ উৎপাদন বৃদ্ধি ও কর্মসংস্থান সুষ্ঠির লক্ষে জেলার ৩০ জন মৎস জীবিকে প্রশিক্ষণ দেয়া হয়। প্রশিক্ষন কর্মশালায় মুল প্রবন্ধ উপাস্থাপন করেন আশার এগ্রি ট্রেইনার তন্ময় গাঙ্গুলী।
আশা’র পাবনা জেলা ব্যবস্থাপক আলী আহমেদ মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, আশা’র সহকারী পরিচালক(এগ্রি)সবুজ কুমার চৌধুরী। আরো উপস্থিত ছিলেন, আঞ্চলিক ব্যবস্থাপক মো. শামসুদ্দিন, জেলা মৎস কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ, আটঘরিয়া উপজেলা মৎস কর্মকর্তা মো. শফিকুল ইসলাম।
পাবনা জেলা ব্যবস্থাপক আলী আহমেদ মিয়া বলেন, পাবনা জেলায় মাছ উৎপাদনে মৎস চাষীরা গুরুত্বপূর্ণ ভ’মিকা রাখছে। মিঠা পানির মাছ উৎপাদনে বেসরকারি উন্নয়ন সংস্থা আশা নানা পদক্ষেপ নিয়েছে। প্রশিক্ষনের পাশাপাশি কর্মসংস্থান সৃষ্ঠি ও আর্থিক সহযোগীতা করছে আশা।