উৎসর্গ ফাউন্ডেশনের উদ্যোগে সেমিনার 

// আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি 

পাবনার আটঘরিয়ার কয়রাবাড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ে উৎসর্গ ফাউন্ডেশন এর উদ্যোগে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিদ্যালয়ের ৪০ জন শিক্ষার্থীদের নিয়ে নিরাপদ ইন্টারনেটের ব্যবহার ও পারিবারিক বন্ধন তৈরি বিষয়ে এ সেমিনার অনুষ্ঠিত হয়। 

সকালে শেখ রাসেল ডিজিটাল ল্যাবে সেমিনারের শুভ উদ্বোধন করেন কয়রাবাড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জিল্লুর রহমান।

সেমিনারের মুখ্য আলোচকের দায়িত্ব পালন করেন উৎসর্গ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শেখ শাহারিয়ার, রাজশাহী বিভাগীয় সমন্বয়ক মো. আব্দুস সামাদ নোমান। 

উপস্থিত ছিলেন পাবনা জেলা শাখার সদস্য সচিব বরকতউল্লাহ ফাহাদ, পাবনা জেলা কমিটির সদস্য নাঈম খান, মেয়াজ আল ইমন, সাব্বির সিদ্দিকী, আমজাদ হোসেন ও আটঘরিয়া উপজেলা শাখার স্বেচ্ছাসেবী শরীফুল, ইমরান, রিহান প্রমুখ।