// বগুড়া প্রতিনিধি:
উত্তরের প্রাণকেন্দ্র বগুড়া জেলার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেয়েছেন জাকির হাসান। তিনি সর্বশেষ ফেনীতে পুলিশ সুপার হিসেবে দায়িত্বরত ছিলেন।
রবিবার জননিরাপত্তা বিভাগের উপসচিব সিরাজাম মুনিরা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই আদেশ হয়েছে।
জাকির হোসেন ২৫ তম বিসিএস এ উত্তীর্ণ হয়ে বাংলাদেশ পুলিশ বাহিনীতে চাকরি জীবন শুরু করেন, এএসপি হিসেবে দায়িত্ব পালন করেছেন র্যাবেও। বুয়েট থেকে বিএসসি সম্পন্ন করা এই কর্মকর্তার গ্রামের বাড়ি ফরিদপুর জেলার মধুখালি উপজেলায়।
এদিকে বগুড়ার বর্তমান পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) সুদীপ কুমার চক্রবর্ত্তীকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম পুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।