বগুড়ায় ভূমি সেবা সপ্তাহ শুরু

// সঞ্জু রায়, বগুড়া:

“স্মার্ট ভূমি সেবা, স্মার্ট নাগরিক” প্রতিপাদ্যতে বগুড়ায় শুরু হয়েছে ভূমি সেবা সপ্তাহ । শনিবার সকাল সাড়ে ১০ টায় বগুড়া জেলা প্রশাসক কার্যালয় চত্ত্বরে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন করা হয়। জেলা প্রশাসন ও সদর উপজেলা ভূমি অফিসের আয়োজনে ৮ জুন থেকে ১৪ জুন পর্যন্ত সেবা সপ্তাহের কার্যক্রম চলবে।

প্রধান অতিথি হিসেবে এ সেবা সপ্তাহের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো: সাইফুল ইসলাম। এসময় তিনি বলেন, এই সেবা সপ্তাহের উদ্দেশ্য হলো ভূমি ব্যবস্থাপনায় নাগরিক সম্পৃক্ততা বৃদ্ধিতে সচেতনতা তৈরী করা । এই ভূমি সপ্তাহে ই-নামজারি, অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদান, মৌজা ম্যাপ, খতিয়ান প্রদানসহ ভূমি সংক্রান্ত অন্যান্য সেবা দেয়া হবে। জেলা প্রশাসক চত্ত্বরে তিনটি স্টল থেকে জনগনকে সেবা দেয়া হবে।

উদ্ধোধনী অনুষ্ঠানে এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আফসানা ইয়াসমিন, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট পি,এম ইমরুল কায়েস, বগুড়া সদর নির্বাহী অফিসার ফিরোজা পারভীন, জেলা প্রশাসক কার্যালয়ের আরডিসি আব্দুল ওয়াজেদ এবং সদর উপজেলার সহকারি কমিশনার (ভূমি) রাকিব হাসান চৌধুরী প্রমুখ।