// মশাহিদ আহমদ, মৌলভীবাজার :“ক্ষুদ্রাকার পানি সম্পদ উন্নয়নপ্রকল্প(২য় পর্যায়)১ম সংশোধিত”এর আওতায়“মৎস্য উৎপাদনের উপর বার্ষিক পর্যালোচনা” মূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে মৌলভীবাজার সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আজ ৩০ মে।এতে অংশ গ্রহন করেন- সিলেট, সুনামগঞ্জ,হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার নির্বাহী প্রকৌশলীবৃন্দ, জেলা মৎস্য কর্মকর্তা, সংশ্লিষ্ট উপজেলা প্রকৌশলী, সংশ্লিষ্ট উপজেলা মৎস্য কর্মকর্তা, সোসিওলজিষ্ট,মৎস্য ফ্যাসিলিটেটর এবং ১৪টি পাবসস এর ব্যবস্থাপনা কমিটি ও মৎস্য উপ-কমিটির সভাপতি ও সম্পাদকবৃন্দ। মৌলভীবাজার এলজিইডি এর নির্বাহী প্রকৌশলী আহমেদ আব্দুল্লাহ-এর সভাপতিত্বে আয়োজিত কর্মশালা প্রধান অতিথি ছিলেন- এলজিডি সিলেট এর অতিরিক্ত প্রধান প্রকৌশলী আবু জাফর মো: তৌফিক হাসান। বিশেষ অতিথি ছিলেন- এলজিডি সিলেট অঞ্চল এর তত্তŸাবধায়ক মো: আজহারুল ইসলাম, ক্ষুদ্রাকার পানি সম্পদ উন্নয়ন প্রকল্প (২য় পর্যায়) প্রকল্প পরিচালক আবু সাঈদ মো: শাহেদুর রহিম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন-মৌলভীবাজার সদর উপজেলা এলজিইডিপ্রকৌশলী মো: আলমঙ্গীর চৌধুরী, মৌলভীবাজার এলজিইডি এর সিনিয়র সহকারী প্রকৌশলী খন্দকার মাহমুদুল আশরাফ, মৌলভীবাজার এলজিইডি এর সহকারী প্রকৌশলী মো: আকরাম হোসেন তালুকদারসহ সংশ্লিষ্ট সকল দপ্তর প্রধানগণ।