মশাহিদ আহমদ, মৌলভীবাজার : মৌলভীবাজার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ৫ জনের বিভিন্ন মেয়াদে কারাদন্ড ও অর্থদন্ড প্রদান করা হয়েছে। আজ ২৯ মে দুপুরে মৌলভীবাজার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সৈয়দ মোঃ কায়সার মোশাররফ ইউসুফ প্রকাশ্যে আদালতে জি.আর ২৬/২০১৪ (বড়লেখা) নং- মামলায় সাজার রায় ঘোষণা করেন। উক্ত মামলায় বড়লেখা থানার কাঁঠালতলী উত্তরভাগ গ্রামের
আকবর আলী এর পুত্র অহিদ আহমদ @ অহিদ আলী-কে পেনাল কোডের ৩০৭ ধারায় দোষী স্বাবস্থ্য করত: ৫ বৎসর সশ্রম কারাদন্ড ও ৫ হাজার টাকা অর্থদন্ড, অর্থদন্ড অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। পানিধার গ্রামের উস্তার আলী এর পুত্র মোঃ নানু-কে পেনাল কোডের ৩২৫ ধারায় দোষী স্বাবস্থ্য করত: ৫ বৎসর সশ্রম কারাদন্ড ও ৫ হাজার টাকা অর্থদন্ড, অর্থদন্ড অনাদায়ে ১ মাসের বিনাশ্রম
কারাদন্ড প্রদান করা হয়। মুছেগুল গ্রামের মৃত আব্দুস শুকুর এর পুত্র নিজাম উদ্দিন-কে পেনাল কোডের ৩২৪ ধারায় দোষী স্বাবস্থ্য করত: ৩ বছরের সশ্রম কারাদন্ড ও ৩ হাজার টাকা অর্থদন্ড, অর্থদন্ড অনাদায়ে আরও ১৫ দিন বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। কাঁঠালতলী গ্রামের মৃত ময়না মিয়া এর পুত্র জসিম উদ্দিন, ও একই গ্রামের আইয়ুব আলী এর পুত্র ছয়ফুল ইসলাম-কে ৩২৩ ধারায় দোষী স্বাবস্থ্য করত: ৩
মাসের সশ্রম কারাদন্ড ও ১ হাজার টাকা অর্থদন্ড, অর্থদন্ড অনাদায়ে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। সাজাপ্রাপ্ত ৫নং আসামী আদালতে হাজির থাকায় তাকে সাজা পরোয়ানা মূলে জেল হাজতে প্রেরণ করা হয়। অন্যান্য সাজাপ্রাপ্ত আসামী অনুপস্থিত থাকায় তাদের প্রতি গ্রেফতারী পরোয়ানা ইস্যু করা হয়। আদালত সুত্রে জানা গেছে- ২০১৪ইং সালের ৪ ফেব্রুয়ারী বড়লেখা থানার কাঁঠালতলী উত্তরভাগ গ্রামের নুর উদ্দিন এর পুত্র এনাম উদ্দিন পূর্ব আক্রোশের জেরে মারামারির ঘটনা কেন্দ্র করে মোট ২১ জনকে আসামী করে উক্ত মামলা দায়ের করেন। মামলার অন্যান্য আসামীরা বেকসুর খালাসপ্রাপ্ত হন।