পাবনা সদর- ঈশ্বরদী ও আটঘরিয়ায় আজ ভোট

//বিশেষ প্রতিনিধিঃ 

ইলেকট্রনিক ভোটিং মেশিন   (ইভিএম) পদ্ধতিতে ষষ্ঠ উপজেলা সাধারণ নির্বাচনের তৃতীয় ধাপে পাবনার সদর, ঈশ্বরদী ও আটঘরিয়ায় আজ বুধবার ২৯ মে সকাল ৮টা হতে বিকাল ৪ টা পর্যন্ত চলবে চেয়ারম্যান – ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান ভোট গ্রহন। এতে পাবনা সদর উপজেলায় ২ লক্ষ ৫০ হাজার ৬শ ১২ জন পুরুষ, ২ লক্ষ ৪২ হাজার ৭ শ ৩৩ জন মহিলা 

ও ৪  জন হিজড়াসহ মোট ৪ লক্ষ ৯৩ হাজার ৩ শ ৪৯ জন ভোটার ভোট দিতে পারবেন। ঈশ্বরদীতে নারী-পুরুষ মিলিয়ে  মোট ২ লক্ষ ৭৭ হাজার ৩শ ৭১ জন এবং আটঘড়িয়ায় ১ লক্ষ ৩৮ হাজার ৮ শ ৬১ জন ভোটার রয়েছেন। তিনটি উপজেলায় স্থায়ী ও অস্থায়ী ২ শ ৯২ টি ভোট কেন্দ্রে সর্বমোট ৯ লক্ষ ৯ হাজার ৫ শ ৮১ জন ভোটার এ ভোটে অংশগ্রহণ করতে পারবেন । আজ তৃতীয় ধাপে একযোগে পাবনাসহ দেশের ৭৭ টি  উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। এতে সদরে ৫ জন হেভি ওয়েট চেয়ারম্যান প্রার্থী – ১২ জন ভাইস চেয়ারম্যান ও ২ জন মহিলা ভাইস চেয়ারম্যান, ঈশ্বরদীতে ৩ জন চেয়ারম্যান – ৭ জন ভাইস চেয়ারম্যান ও ৫ জন মহিলা ভাইস চেয়ারম্যান এবং আটঘরিয়ায়  ২ জন চেয়ারম্যান – ৪ জন ভাইস চেয়ারম্যান ও ৮ জন মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোট ২২ জন প্রতিদ্বন্দিতা করছেন।