// এস.এম.রকি,খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: আগামী ২৯ মে আসন্ন ৬ষ্ঠ ধাপের উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে দিনাজপুরের খানসামা উপজেলায় আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থীর জনসভায় দূর্বৃত্তের ছোঁড়া ইটের আঘাতে ঐ প্রতীকের চেয়ারম্যান প্রার্থীর ০২ কর্মী গুরুতর আহত হয়েছে। এরমধ্যে আহত এক কর্মী বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স (পাকেরহাট)-এ চিকিৎসাধীন রয়েছেন।
চিকিৎসাধীন ঐ ব্যক্তি হলেন খামারপাড়া ইউনিয়নের বালাপাড়া গ্রামের আব্দুল জব্বারের ছেলে মোস্তাফিজুর রহমান (৪৫)। আহত অপর ব্যক্তি হলেন ঐ এলাকার বাসিন্দা মনছুর আলী।
শনিবার (২৫ মে) রাত সাড়ে দশটার দিকে উপজেলার ৪নং খামারপাড়া ইউনিয়নের বোর্ডেরহাট ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রের মাঠে আনারস প্রতীকের উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী দুইবারের সাবেক উপজেলা চেয়ারম্যান মো. সহিদুজ্জামান শাহয়ের নির্বাচনী পথসভায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, খানসামা উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে খামারপাড়া ইউনিয়নের বোর্ডেরহাটে আনারস প্রতীকের পথসভা চলছিলো। এসময় চেয়ারম্যান প্রার্থী সহিদুজ্জামান শাহয়ের বক্তব্যের পূর্ব মুহূর্তে অন্ধকার থেকে ঢিল ছুঁড়তে থাকে দুর্বৃত্তরা। এতে দূর্বৃত্তদের ছোঁড়া ইটের আঘাতে ঘটনাস্থলে এক কর্মীর মাথা ফেটে যায়। পরে উপস্থিত সকলের সহায়তায় তাঁকে হাসপাতালে নেওয়া হয়।
এবিষয়ে আনারস প্রতীকের উপজেলা চেয়ারম্যান প্রার্থী মো.সহিদুজ্জামান শাহ বলেন, আমার জনপ্রিয়তায় ইর্ষান্নিত হয়ে কর্মীদের ভয়ভীতি দেখাতে কাপুরুষের মত রাতে এমন ঘটনা ঘটিয়েছে দূর্বৃত্তরা। কর্মীদের ওপর এমন হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। প্রচার-প্রচারণাসহ নির্বাচনী সকল কার্যক্রমে নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের সহযোগিতা প্রয়োজন।
এবিষয়ে সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন কর্মকর্তা রোস্তম আলী বলেন, বিষয়টি সাংবাদিকদের মাধ্যমে জেনেছি। লিখিত অভিযোগ পেলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাহারুল ইসলাম বলেন, এখনও লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।