শ্রীমঙ্গল লইয়ারকুলে হামলার ঘটনায় পিতা-পুত্রের কারাদন্ড

// মশাহিদ আহমদ, মৌলভীবাজার : মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার পূর্ব লইয়ারকুল এলাকায় ভূমি সংক্রান্ত বিরোধের জের ধরে হামলার ঘটনায় (মামলা নং- ১৮২/২০১৫ইং, (শ্রী) (শ্রীমঙ্গল থানার মামলা নং-১১, তারিখ :১৩/০৪/১৫ইং) এজাহারভুক্ত আসামী-পিতা-পুত্র ২জনের কারাদন্ড দিয়েছেন মৌলভীবাজার বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট। গত ২০ মে আসামীদের উপস্থিতিতে এ রায় প্রদান করা হয়। ১নং আসামী একই এলাকার মৃত: করিম মিয়া এর পুত্র জাহাঙ্গীর মিয়া (৪২)-কে ৩২৩ ধারায় ৬ মাসের সশ্রম কারাদন্ড, ১ হাজার টাকা জরিমানা। অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড। ৩২৫ ধারায়-৫ বছরের সশ্রম কারাদন্ড, ৫ হাজার টাকা জরিমানা। অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। ২নং আসামী তার পুত্র জোবায়েদ মিয়া (২১)-কে ৩২৩ ধারায় ৩ মাসের সশ্রম কারাদন্ড, ৫০০ টাকা জরিমানা। অনাদায়ে ৭দিনের বিনাশ্রম কারাদন্ড। একই-৩২৩ ধারায় ৬ মাসের সশ্রম কারাদন্ড, ১ হাজার টাকা জরিমানা। অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন মৌলভীবাজার বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সৈয়দ মো: কায়সার মোশাররফ ইউসুফ। এ সময় রাষ্ট্র পক্ষের বিজ্ঞ আইনজীবি এড. সৈয়দ সাইফুর রহমান এবং আসামী পক্ষের বিজ্ঞ আইনজীবি হিসাবে এড. দীপক কুমার ধর উপস্থিত ছিলেন। জানা গেছে- জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরে বিগত ০৬/০৪/২০১৫ইং, দুপুরে পূর্ব লইয়ারকুল এলাকার জাহাঙ্গীর মিয়া ও তার পুত্র জোবায়েদ মিয়া তাদের হাতে থাকা সুলফি ও ধারালো অস্ত্র দিয়ে শাহাদত মিয়া, আমিনা বেগম, ঝর্না বেগমসহ পরিবারের অন্যান্য লোকজনদের রক্তাক্ত জখম করে। এ ঘটনায় ঝর্না বেগম বাদী হয়ে বিজ্ঞ আদালতে মামলা দায়ের করেন। বিজ্ঞ আদালত উক্ত অভিযোগটি এজাহার হিসাবে গন্য করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ-কে নির্দেশে প্রদান করেন। পুলিশ দীর্ঘ তদন্ত শেষে বিজ্ঞ আদালতে তাদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।