// হযরত বেল্লাল, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় জালনোট প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক ওয়ার্কশপ-২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ অডিটরিয়াম হলরুমে সোনালী ব্যাংক পিএলসি, সুন্দরগঞ্জ শাখার আয়োজনে সোনালী ব্যাংক পিএলসি, গাইবান্ধা শাখার ডেপুটি জেনারেল ম্যানেজার মোহাম্মদ আহসানুল কবিরের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে রাখেন, উপজেলা নিবার্হী অফিসার মো. তরিকুল ইসলাম। রিসোর্স পার্সনের বক্তব্যে রাখেন, বাংলাদেশ ব্যাংক বগুড়া শাখার অতিরিক্ত পরিচালক মো. মিজানুর রহমান ফটিক। বিশেষ অতিথির বক্তব্যে রাখেন, থানা অফিসার ইনর্চাজ মো. মাহবুব আলম। অন্যানের মধ্যে বক্তব্যে রাখেন, বাংলাদেশ ব্যাংক বগুড়া শাখার সহকারি পরিচালক সৈয়দা নাদিয়া আখতার, বীরমুক্তিযোদ্ধা এমদাদুল হক বাবলু ও সিরাজুল ইসলাম প্রমূখ।
অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন, সোনালী ব্যাংক পিএলসি, সুন্দরগঞ্জ শাখার ম্যানেজার মো. আব্দুল হাদী।
সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে প্রজেক্টরের মাধ্যমে ১০০ টাকা, ২০০ টাকা, ৫০০ টাকা ও ১০০০ টাকার আসল নোট শনাক্ত করার কয়েকটি নমুনা তুলে ধরা হয়।
অনুষ্ঠানে জাল টাকা চেনার পদ্ধতি, জাল টাকার কুফল ও প্রভাব সম্পর্কে জন সাধারণকে অবহতিকরণসহ সচেতনতামুলক আলোচনা করেন।
এছাড়া উপজেলার বিভিন্ন শাখার কর্মকর্তা-কর্মচারী, সংবাদকর্মী, এনজিও কর্মকর্তা-কর্মচারী, ব্যবসায়ী নেতৃবৃন্দসহ সর্বস্তরের জনসাধারণ অনুষ্ঠানটি উপভোগ করেন।