আদমদীঘিতে অপহরণের চার দিন পর স্কুল ছাত্রী নওগাঁ থেকে উদ্ধার গ্রেফতার-১


আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি ঃ বগুড়ার আদমদীঘিতে দশম শ্রেনির স্কুল ছাত্রী অপহরণের চার দিন পর গত বৃহস্পতিবার (১০ মে) রাতে নওগাঁ থেকে উদ্ধার ও অপহরণকারি রাজু আহম্মেদ (২১) কে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত রাজু আহম্মেদ আদমদীঘি উপজেলা কোচকুড়িপাড়ার ফারুক আহম্মেদের ছেলে।
আদমদীঘি থানার উপ পরিদর্শক ফেরদৌস আলী জানান, আদমদীঘি উপজেলার কুন্দগ্রাম বাজার এলাকার দশম শ্রেনির এক স্কুল ছাত্রী (১৭) কে গত ২ মে রাতে অপহরণ করা হয়। এ ঘটনায় ভিকটিমের বাবা বাদি হয়ে আদমদীঘি থানায় রাজু আহম্মেদ ও তার সহযোগিদের বিরুদ্ধে একটি অপহরণ মামলা দায়ের করেন। গত বৃহস্পতিবার গোপন সংবাদের ভিক্তি নওগাঁ থানা পুলিশের সহযোগিতায় নওগাঁ সদরে ইলশাবাড়ি গ্রাম থেকে অপহৃত ছাত্রীকে উদ্ধার ও মুল অপহরণকারি রাজু আহম্মেদকে গ্রেফতার করা হয়। পারদিন গতকাল শুক্রবার (১০ মে) গ্রেফতারকৃতকে আদালতে পাঠানো হয়েছে।