প্রার্থীদের প্রচার-প্রচারণা তুঙ্গেউৎসবের আমেজ নেই ভোটারদের মাঝে


// ওসমান গনি, বেড়া (পাবনা) প্রতিনিধি ঃ
আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে ১ম ধাপে পাবনা জেলার ৩ টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৮ মে বুধবার। জেলার বেড়া,সাঁথিয়া এবং সুজানগর এই তিন টি উপজেলায় উপজেলা পরিষদ নির্বাচন হবে প্রথম ধাপে। বেড়া উপজেলা পরিষদ নির্বাচনে এবার ভোটাররা ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে তাদের ভোট প্রয়োগ করবেন।
এ উপজেলায় মোট ভোটার সংখ্যা ২ লাখ ২২ হাজার ৪ শ’৪৮ জন। গত ২৩ এপ্রিল মঙ্গলবার ছিল প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ। জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে নির্বাচনে অংশ নেওয়া চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। বেড়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন মোট নয় জন । তারা হলেন বর্তমান বেড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আমিনপুর থানা আ. লীগের সাধারণ সম্পাদক মো. রেজাউল হক বাবু (প্রতীক হেলিকপ্টার), বেড়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি (বহিষ্কৃত) ও সাবেক বেড়া পৌর মেয়র মো. আব্দুল বাতেন( প্রতীক ঘোড়া), বেড়া উপজেলা আ.লীগের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক মো. আফজাল হোসেন (প্রতীক কৈ মাছ), বেড়া পৌর আ. লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম (প্রতীক কাপ পিরিচ), বেড়া উপজেলা আ. লীগের সাবেক প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আব্দুল কাদের সবুজ (প্রতীক দোয়াত কলম ), আমিনপুর থানা আ. লীগের যুগ্ন সাধারণ সম্পাদক এজাজ হোসেন সোহাগ (প্রতীক উট), মাজেদুল ইসলাম (প্রতীক টেলিফোন), আবেদীন কাদের আদর (প্রতীক আনারস), আ.হালিম মিয়া প্রতীক পেয়েছেন (মোটরসাইকেল), এরা সবাই ক্ষমতাসীন দল আ.লীগের নেতাকর্মী । জামায়াত – বিএনপি থেকে কেউ প্রার্থী হননি। ভাইস চেয়ারম্যান পদে মোট ছয় জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে দুইজন প্রার্থী এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। ভোটের দিন যতই ঘনিয়ে আসছে নিজেদের অবস্থান শক্ত করতে প্রার্থীরা জোর প্রচার-প্রচারণা শুরু করেছেন। প্রার্থীরা ভোটের মাঠ মাইকিং-পোষ্টার ও গণসংযোগে গরম করলেও সাধারণ ভোটারদের মধ্যে তেমন কোনো উৎসাহ উদ্দীপনা দেখা যাচ্ছে না। এই প্রথম এ উপজেলায় ইভিএম এর মাধ্যমে ভোট হওয়ায় প্রত্যন্ত এলাকার সাধারণ ভোটাররা নানা কৌতুহলে দ্বিধাদ্বন্দে পড়েছেন। সরেজমিনে উপজেলার বিভিন্ন অঞ্চলের ভোটারদের সাথে কথা বলে জানা গেছে ইভিএম এ কি করে ভোটার ভোট দেবেন এ সমন্ধে ভোটারদের নুন্যতম ধারণা নেই। গত বেড়া পৌর সভা নির্বাচনে ইলেক্ট্রনিক ভোটিং মেশিনের মাধ্যমে ভোট গ্রহন করা হয়েছিল যা পৌর এলাকার অধিকাংশ ভোটারের ভোট প্রদানে অন্যের সাহায্য ছাড়া ভোট দিতে না পারার তিক্ত অভিজ্ঞতা হয়েছিল। উপজেলার চর অঞ্চলের চর নাকালিয়া,চর সাঁড়াশিয়া, চর নাগদাহ গ্রাম ঘুরে ভোটারদের সাথে কথা বলে জানা যায় ,অনেক ভোটার ইভিএম বা ভোট দেওয়ার মেশিন কি ? ভোট কবে হবে তা জানেন না ? শুধু তাই নয় উপজেলা পরিষদ নির্বাচনে কে চেয়ারম্যান কে ভাইস চেয়ারম্যান প্রার্থী হয়েছে তাও ঠিকমতো বলতে পারেন না।#