// বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি
নাটোরের বড়াইগ্রামের মৌখাড়ায় স্বেচ্ছাসেবী সংগঠন বন্ধু কল্যাণ সোসাইটির উদ্যোগে পাঁচ শতাধিক পরিবারে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। রোববার সোসাইটির উপদেষ্টা চাপিলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলালউদ্দিন ভূট্টুর সভাপতিত্বে প্রধান অতিথি পৌর মেয়র মাজেদুল বারী নয়ন তাদের হাতে এসব সামগ্রী তুলে দেন। ফিরোজুল ইসলাম মাষ্টারের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন গুরুদাসপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা শফিকুল ইসলাম, মৌখাড়া ইসলামিয়া মহিলা অনার্স কলেজের অধ্যক্ষ লুৎফর রহমান, প্যানেল মেয়র ফজলুল হক ফজের ও প্রধান শিক্ষক আনোয়ার হোসেন বকুল। অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে সোসাইটির ব্যবস্থাপনা পরিচালক শফিকুল ইসলাম বলেন, এবার আমরা ৮ম বারের মত ঈদ সামগ্রী বিতরণ করছি। এবার ৫০১ টি পরিবারের মাঝে সেমাই, চিনি, পোলাওয়ের চাল, সয়াবিন তেল, গুড়া দুধ ও সাবান, ২৪ জনকে শাড়ি এবং ১০ জন ইমাম-মুয়াজ্জিনকে পাজামা-পাঞ্জাবী দেয়া হয়েছে। এর আগে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিরা আনুষ্ঠানিক ভাবে ফিতা কেটে বন্ধু কল্যাণ সুপার শপের উদ্বোধন করেন।