আদিতমারী আবাসনের সাবেক সভাপতির বিরুদ্ধে ১৫ লাখ টাকা আত্যসাতের অভিযোগ

// লারমনিরহাট প্রতিনিধি। লালমনিরহাটের আদিতমারী উপজেলার উত্তর তালুক দুলালী আবাসন বহুমুখী সমবায় সমিতি লিঃ এর সাবেক সভাপতি ও তালুক দুলালী আশ্রয়ন প্রকল্পের সাবেক সভাপতি মোঃ হযরত আলীর বিরুদ্ধে ১৪ লাখ ৯৭ হাজার ৬ শত টাকা আত্যসাতের অভিযোগ উঠেছে। এ ঘটনায় আবাসনের বর্তমান সভাপতি হানিফ আলী গত ১৮/০৩/২০২৪ ইং তারিখে আদিতমারী উপজেলা নির্বাহী অফিসার বরাবর টাকা উদ্ধারের অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের প্রক্ষিতে আদিতমারী উপজেলা নির্বাহী অফিসার জি আর সারোয়ার মহোদয় ঘটনাস্থল পরিদর্শন করেন। পরিদর্শন শেষে তিনি সাবেক সভাপতি হযরত আলীকে টাকা ব্যাংক একাউন্টে জমার নির্দেশ দেন। অভিযোগে আত্যসাত টাকার বিবরণ লেখা হয়েছে। সেগুলো হচ্ছে, ২১/৬/২০০৭ সাল হতে ডিসেম্বর ২০২২ সাল পর্যন্ত  উপজেলা মৎস অফিস থেকে প্রতি বছর ৩০/৪০ কেজি পোনা মাছ প্রকল্পের পুকুরে ছেড়ে দেয়ার জন্য  ১৫ বছর যাবত দেয়া হয় যার আনুমানিক মুল্য ৪ লাখ ৫০ হাজার টাকা। প্রকল্পের পুকুর থেকে বালু বিক্রির ৫০ হাজার টাকা, পুকুর পারের কাঠাল বিক্রি ২০ হাজার টাকা বাঁশ বিক্রি ২০ হাজার   টাকা,প্রকল্পের অনুকুলে ৩৬ টি দোকানের মাসিক ভাড়া ২০০৭ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত  ১০০ টাকা এবং এর পর ২০২২ সাল পর্যন্ত ২০০ টাকা হিসাবে  মোট ৯ লাখ ৫৭ হাজার ৬ শত টাকা। এর মধ্যে মাত্র ৫৮ হাজার টাকা ব্যাংক একাউন্টে জমা করে সমুদয় টাকা সাবেক সভাপতি হযরত আলী আত্যসাত করেন যা অভিযোগে বলা হয়েছে। এব্যাপারে বর্তমান সভাপতি হানিফ আলী জানান, তার কাছে হিসাব চাইলে তিনি হিসাব না দিয়ে পাল্টা হুমকি দিয়ে বলেন তোকে রাতের আঁধারে যেখানে পাবো মেরে ফেলবো। এমনকি নিজে না পারলে তার লোকজন দিয়ে বর্তমান সভাপতি হানিফকে হত্যার হুমকি দিয়েছে বলে বর্তমান সভাপতি হানিফ জানান।