পাবনায় অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

// স্টাফ রিপোর্টারঃ পাবনা সদর উপজেলার শুকচর বাকছিডাঙ্গী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবিতে শুক্রবার বাদ জুম্মা শুকচর বাকছিডাঙ্গী গ্রামের মাঝে গ্রামবাসীরা এক বিশাল মানববন্ধন ও প্রতিবাদসভা করেন। গ্রামবাসীরা জানান, দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন করায় দুই ফসলী এবং ৩ ফসলী জমি ইতোমধ্যে নদীগর্ভে বিলিন হয়ে গেছে। বালু উত্তোলন বন্ধ করা না হলে অবশিষ্ট জমিও নদী গর্ভে বিলিন হয়ে যাবে। আশে পাশের বহু বাড়ীঘর নদী ভাঙ্গনের কবলে পড়েছে। বালু বোঝাই গাড়ী চলাচল করায় রাস্তাগুলো নষ্ট হয়ে গেছে। রাস্তাগুলো চলাচলের অযোগ্য হয়ে পড়েছে।
মানববন্ধনে উপস্থিত ছিলেন শুকচর চরতারাপুর ৩ নং ওয়ার্ডের আওয়ামীলীগের সভাপতি রেজা প্রামানিক ও সেক্রেটারী মধু প্রামানিক, ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য আব্দুল খালেক শেখ, সাবেক ইউপি সদস্য ইছাক আলী মোল্লা,মামুন শেখ প্রমুখ সহ সহ¯্রাধিক এলাকাবাসী উপস্থিত ছিলেন। উল্লেখ্য একই দাবিতে কয়েক মাস আগে তারবাড়ীয় মাদ্রাসা মাঠে এক বিশাল গণসমাবেশ করা হয়। যেখানে উপস্থিত ছিলেন পাবনা সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স এবং পাবনা সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ মোশারফ হোসেন। সমাবেশের পর কয়েকদিন বালু উত্তোলন বন্ধ রাখার পর পুনরায় দেদাচ্ছে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে বলে এলাকাবাসী জানান।