// মোঃ নূরুল ইসলাম, চাটমোহর (পাবনা) সংবাদদাতা ঃ
‘নারীর সমঅধিকার, সমসুযোগ এগিয়ে নিতে হোক বিনিয়োগ এ প্রতিপাদ্যে পাবনার চাটমোহরে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ মার্চ) সকাল ১১ টায় ভূমিহীন উন্নয়ন সংস্থা এলডিও’র আয়োজনে পৌর সদরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় এ র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতেই আন্তর্জাতিক নারী দিবসের ধারনা পাঠ করেন আব্দুল মতিন।
ভূমিহীন উন্নয়ন সংস্থা এলডিও’র নির্বাহী কার্যালয়ে ভূমিহীন নেতা ওমর আলীর সভাপতিত্বে ও ভূমিহীন উন্নয়ন সংস্থা এলডিও’র নির্বাহী পরিচালক নুরে আলম সিদ্দিকী মন্জুর সঞ্চালনায় সভায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, চাটমোহর প্রেসক্লাবের সাবেক সভাপতি হেলালুর রহমান জুয়েল, উপজেলা সমাজসেবা অধিদপ্তরের প্রশিক্ষন কর্মকর্তা মহিতোষ পাল, উপজেলা সমাজসেবা অধিদপ্তরের ফিল্ড সুপার ভাইজার আব্দুস সোবাহান, সাপ্তাহিক সময় অসময় পত্রিকার সস্পাদক কে এম বেলাল হোসেন স্বপন, ভূমিহীন নারী নেত্রী রাজিয়া সুলতানা, নারী নেত্রী নীপা প্রমূখ।
সভায় নারী নেত্রী রাজিয়া সুলতানা বলেন, নারীরা বাংলাদেশের অর্থনৈতিক চাকা সচল রাখার জন্য চেষ্টা করে যাচ্ছে। তাদের নিরাপত্তার জায়গা নিশ্চিত করতে হবে। তারা যেন নিজের পায়ে দাঁড়াতে পারে সেই বিষয়টা নিশ্চিত করতে হবে। নারীরা এখন বর্তমান সরকারের দায়িত্ব পালন করছেন, নারীরা এই দেশের প্রতিটা সংসারে থেকে অধিকার নিশ্চিতের মধ্য দিয়ে তাদের সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে।
নারী নেত্রী নীপা বলেন, নারীর প্রতি হয়রানি বন্ধ করতে হবে। পুরুষতান্ত্রিক চিন্তাধারা ভেঙে দিতে হবে। নারী ও পুরুষের সমান অধিকার নিশ্চিতের মধ্য দিয়ে মানবিক সমাজ গড়তে হবে। সংসারে নারীরা এখন সবক্ষেত্রেই সাফল্য দেখাচ্ছেন।