নানা আয়োজনে ইউরি গ্যাগারিন অ্যাস্ট্রোফেস্ট ২০২৪ পালিত

// সঞ্জু রায়:

মহাকাশে প্রথম মানব ইউরি গ্যাগারিনের ৯০ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে নানা আয়োজনে ঢাকাস্থ রাশিয়ান হাউসের উদ্যোগে ইউরি গ্যাগারিন অ্যাস্ট্রোফেস্ট ২০২৪ পালিত হয়েছে। 

ঢাকার রাশিয়ান হাউস বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশনের সহযোগিতায় শনিবার অনুষ্ঠিত প্রাণবন্ত এই আয়োজন সম্পর্কে সোমবার রাতে নিশ্চিত করেন রাশিয়ান হাউজের সংশ্লিষ্টরা। 

অনুষ্ঠানে শিশু-কিশোরদের জন্য রকেট এবং বিমানের মডেল তৈরির কর্মশালা, ম্যাজিক শো সহ “রাশিয়ার হিস্ট্রি ইন স্পেস” চলচ্চিত্রটির প্রদর্শনীর ব্যবস্থা করা হয়েছিল।

অনুষ্ঠানে ঢাকাস্থ রাশিয়ান হাউসের পরিচালক পাভেল দ্ভইচেনকভ ইউরি গ্যাগারিনের জীবন ও তার ঐতিহাসিক মহাকাশ অভিযান নিয়ে কথা বলেন। তিনি বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশন এবং অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের অভিনন্দন ও ধন্যবাদ জানান।

এসময় বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশনের সভাপতি জিকরুল হাসান এবং চেয়ারম্যান মসহুরুল আমিন এই অনুষ্ঠান আয়োজনের জন্য ঢাকায় রাশিয়ান হাউসের পরিচালককে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে এ ধরনের অনুষ্ঠানে তাদের সম্পৃক্ততার কথা জানান। অনুষ্ঠান শেষে ঢাকায় রাশিয়ান হাউসের পরিচালক পাভেল দ্ভইচেনকভ অংশগ্রহণকারীদের মধ্যে সনদপত্র তুলে দেন।