ঈশ্বরদীতে হিন্দু সম্প্রদায়ের হর-মুন্ড মালিনী উৎসব

// ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতাঃ
ঈশ্বরদী পৌর শ্মশানে হিন্দু সম্প্রদায়ের দুই দিন ব্যাপী হর-মুন্ড মালিনী উৎসব পালিত হয়েছে। শ্মশানের ৯ম বর্ষ পূর্তি উপলক্ষে শনিবার ( ৯ মার্চ) সকাল থেকে ভোলানাথের মাথায় বেলপাতা সহযোগে জল ঢালেন হিন্দু সম্প্রদায়ের নারী ও পুরুষ ভক্তরা। এছাড়াও দিনব্যাপী কীর্তন ও দুপুরে ভক্তসেবা এবং নিশি রাতে অমাবস্যা তিথিতে মুন্ড মালিনী শ্মশান কালী পূজা অনুষ্ঠিত হয়। এরআগে শুক্রবার (৮ মার্চ) রাতে চার পহর ব্যাপী ভোলানাথের পূজা অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি ছিলেন পাবনা-৪ আসনের সংসদ সদস্য গালিবুর রহমান শরীফ। ভোলানাথের মাথায় বেলপাতা সহযোগে জল ঢালা উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার সুবীর কুমার দাশ। সভাপতিত্ব করেন শ্মশান পরিচালনা কমিটির সভাপতি অধ্যাপক স্বপন কুমার কুন্ডু।

বিশেষ অতিথি ছিলেন উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুস সালাম খান ও সাবেক পৌর মেয়র আবুল কালাম আজাদ মিন্টু। সঞ্চালনা করেন কমিটির সাধারণ সম্পাদক প্রবীর কুমার বিশ্বাস। বঙ্গবন্ধু পরিষদের আহব্বায়ক অধ্যাপক উদয় নাথ লাহিড়ী, পূজা উদযাপন পরিষদের উপজেলা সভাপতি সুনিল চক্রবর্তি, জেলা আওয়ামী লীগের নেতা জহুরুল হক পুনোসহ বিশিষ্ঠ ব্যক্তিরা এসময় উপস্থিত ছিলেন।

 শ্মশানের ৯ম বর্ষ পূতি উপলক্ষে অনুষ্ঠিত এই উৎসবে হিন্দু সম্প্রদায়ের হাজার হাজার নারী ও পুরুষ সমাবেত হয়