// কামরুল হাসান, টাংগাইল পতিনিধিঃ টাঙ্গাইলের কালিহাতীতে হাজী আবু হাসেম টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের শিক্ষার্থী ওয়ালিউল্লাহ ইসলাম জিম নামে একাদশ শ্রেণির এক ছাত্রকে হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা।
বুধবার সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার চর চরনগরবাড়ী হাজী আবু হাসেম টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। ঘন্টাব্যাপি মানববন্ধনে এক পর্যায়ে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা এলেঙ্গা-ভূঞাপুর সড়ক প্রায় ত্রিশ মিনিট অবরোধ করে বিচার চাই বিচার চাই স্লোগান দেন । এসময় সড়কের দুইপাশে ৬ কিলোমিটার যানযটের সৃষ্টি হয়।পরে কলেজের অধ্যক্ষ তোফাজ্জল হোসেন শিক্ষার্থীদের সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।
অধ্যক্ষ তোফাজ্জল হোসেন জানান, গত ৪ মার্চ তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মেধাবী ছাত্র ওয়ালিউল্লাহ ইসলাম জিমকে ডেকে নিয়ে তার উপর সন্ত্রসী হামলা চালায় বখাটে স¤্রাট ও রনি। জিমকে শরীরের বিভিন্ন স্থানে এলোপাথাড়ি হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর করা হয়। জিম বর্তমানে টাঙ্গাইল সদর হাসপাতালে ভর্তি আছেন।
স্থানীয় চেয়ারম্যান মাসুদ তালুকদার জানান, অভিযুক্ত স¤্রাট এলাকায় নানা অপকর্মের সাথে জড়িত । তার শাস্তি দাবি করছি।
কালিহাতী থানার ওসি কামরুল ফারুক বলেন, অভিযোগ পাইনি অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে ।