// আবু ইসহাক, সাঁথিয়া*
উপজেলা পরিষদ নির্বাচনের তারিখ ঘোষনার পর প্রার্থীরা দিনরাত নেতা কর্মীদের নিয়ে উপজেলার আনাচে কানাচে গনসংযোগ করে চলছেন। নানা প্রতিশ্রুতির ফুলঝড়ি দিচ্ছেন জনগনের মাঝে। সরব হঢে উঠেছে হাট, বাজার, চা- স্টলসহ সর্বত্র। অবশ্য মাঠে অন্য দলের নেতা না থাকলেও এবং দলীয় প্রতীক না থাকায় আওয়ামীলীগ ও তার অঙ্গসংগঠনের নেতারা প্রার্থীতা ঘোষনা দিয়ে নিজেদের প্রচার প্রচারনা চালাচ্ছেন।
পাবনার সাঁথিয়া উপজেলা একটি পৌরসভা ও ১০টি ইউনিয়নে মোট ভোটার ৩ লক্ষ ১৫ হাজার ৮২১।
প্রার্থীতা ্ঘোষনাকারীদের মধ্য উল্লেখযোগ্য বর্তমান উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ দেলোয়ার, উপজেলা আ,লীগ সভাপতি হাসান আলী খান, সহসভাপতি রবিউল করিম হিরু, উপজেলা যুবলীগ সভাপতি আশরাফুজ্জামান টুটুল, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা খোকন।
সাঁথিয়া উপজেলাটি বহুল গুরুত্ববহন করে রাজনৈতিক অঙ্গনে। বর্তমান জাতীয় সংসদের ডেপুটি স্পীকার এ উপজেলার ভোটে নির্বাচিত এমপি। এছাড়াও বিএনপি জামায়াতের শীর্ষ নেতাদের এ উপজেলা। আসন্ন উপজেলা নির্বাচনে বিএনপি জামায়াত এখনো সিদ্ধান্ত না করায় তাদের নেতাকর্মীরা ভোটের মাঠে নামে নাই। তারা মাঠে না আসলেও এখানে আওয়ামীলীগ ও যুবলীগ নেতারা
মাঠে নামছেন। বিগত নির্বাচনে দলীয় প্রতীকে আওয়ামীলীগের প্রার্থী বিজয়ী হয়েছিল। এবারের নির্বাচনে দলীয় প্রতীক না থাকা আর উপজেলা কমিটিতে পদ বঞ্চিত হওয়ায় আওয়ামীলীগের দলের মধ্যেই প্রার্থী হচ্ছেন। এতে সুধীবৃন্দের মধ্যে নানা জলপনা কল্পনার ডাল গজাচ্ছে। দলের মধ্যে বিশৃংখলার আশংকা করছেন তারা।
উপজেলা চেয়ারম্যান ও সাবেক উপজেলা আ,লীগ সভাপতি আলহাজ আব্দুল্লাহ আল মাহমুদ দেলোয়ার বলেন ছাত্রজীবন থেকে আওয়ামীলীগ দলের সাথে আছেন। গত নির্বাচনে আ’লীগের দলীয় প্রতীকে চেয়ারম্যান হয়েছিলেন। এবারও তিনি নির্বাচন করবেন। দলীয় ভাবে ও পাঁচ বছর চেয়ারম্যান হিসাবে জনগনের সেবা করছেন, তাই তিনি এবারেও নির্বাচিত হবেন বলে আশা প্রকাশ করেন।
উপজেলা আ,লীগ সভাপতি হাসান আলী খান বলেন, ছাত্র থেকে আওয়ামীলীগের দল করছি, এখন উপজেলার দায়িত্ব পালন করছি। আগামী নির্বাচনে নেতাকর্মী ও জনগনের সাথে মিশে বিজয়ী হবেন।
উপজেলা আওয়ামী যুবলীগ সভাপতি আশরাফুজ্জামান টুটুল বলেন, বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আমরা পেয়েছি স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশ। তাঁরই কন্যা বাংলাদেশ আওয়ামীলীগের সভানেত্রী মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে দেশ এখন এগিয়ে চলছে উন্নয়নের মহাসড়কে। তারই ধারাবাহিকতায় সাঁথিয়া বেড়ার উন্নয়নের রুপকার জাতীয় সংসদের ডেপুটি স্পীকার এ্যডঃ শামসুল হক টুকু এমপি’র বিশ্বস্তকর্মী হিসেবে সাঁথিয়াকে মডেল উপজেলায় রূপান্তরিত করতে জনগন ভোট দিয়ে বিজয়ী করবে। সে লক্ষ্যে উপজেলার প্রত্যেক ইউনিয়নের নেতাকর্মীদের নিয়ে নির্বাচনী প্রচারনা করছেন।
সহসভাপতি রবিউল করিম হিরু বলেন ছাত্র জীবন থেকে আওয়ামী রাজনীতি করছি, দীর্ঘদিন দলীয় পদে রয়েছেন, বঙ্গবন্ধুর আদর্শে, জননেত্রী শেখ হাসিনার নির্দেশনায় নির্বাচন করবেন। দলের নেতাকর্মীসহ সবার সহযোগিতা পাবেন।
উপজেলা ভাইসচেয়ারম্যান সোহেল রানা খোকন বলেন, বিগত পাঁচ বছর দায়িত্ব পালন করে জনগনের সেবা করছি, সবার সাথে সুসম্পর্ক আছে তাই আগামী নির্বাচনে তিনি বিজয়ী হবেন।
সর্বপরি জনসাধারন ও আওয়ামী দলীয় নেতা কর্মীদের সাথে আলোচনা করলে একাধিক নেতা জানান, যেহেতু অন্য দলের প্রার্থী অংশ গ্রহন করছে না তাই তারা প্রকাশ্যে এখনো কারো পক্ষ যাচ্ছেন না। শেষে কারা প্রার্থী থাকেন তারই অপেক্ষায় রয়েছেন।