// আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি ঃ বগুড়ার আদমদীঘিতে হিন্দু সম্প্রদায়ের দশম শ্রেনির এক স্কুল ছাত্রী (১৫) অপহরণের ৫দিন পর চট্রগ্রাম এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। গত শুক্রবার (১ মার্চ) রাতে চট্রগ্রামের হাটহাজারী এলাকা থেকে তাকে উদ্ধার করা হলেও অপহরণকারিদের গ্রেফতার করতে পারেনি পুলিশ। গতকাল শনিবার (২ মার্চ) ভিকটিম স্কুল ছাত্রীর জবাববন্দী গ্রহন ও ডাক্তারী পরীক্ষার জন্য আদালতে প্রেরন করা হয়েছে।
আদমদীঘি উপজেলার ছোটচাটখইর হিন্দুপাড়ার বাসিন্দা দুপচাঁচিয়া সাহাপুকুর বালিকা বিদ্যালয়ের দশম শ্রেনির ওই ছাত্রীকে একই গ্রামের কাশেম মেম্বারের ছেলে মেহেদী হাসান রাহেল বিদ্যালয়ে যাতায়াতের পথে প্রায় উত্যক্তসহ প্রেম প্রস্তাব দিয়ে আসছিল। তার প্রেম প্রস্তাব প্রত্যাখ্যান করায় তার মেয়েকে অপহরণ করার হুমকি দিত। গত ২৫ ফেব্রƒয়ারী বেলা ৯টায় ওই ছাত্রী একটি অটোচার্জার যোগে বিদ্যালয়ে যাবার পথে বোয়ালিয়া নামক স্থানে মেহেদী হাসান ওরফে রাহেলসহ তার সহযোগিরা জোড়পুর্বক একটি মাইক্রোবাসে তুলে অপহরণ করে। এ ঘটনায় ওই ছাত্রীর মা বাদি হয়ে একই গ্রামের মেহেদী হাসান ওরফে রাহেল (১৯) ও তার বাবা নসরতপুর ইউপি সদস্য আবুল কাশেম (৪২) কে আসামী করে আদমদীঘি থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। মামলার তদন্তকারি উপ পরিদর্শক প্রদীপ কুমার চট্রগ্রামের হাটহাজারী থেকে ভিকটিম উদ্ধার বিষয়টি নিশ্চিত করেন।