পাবনায় গণহত্যা এবং স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত

// রফিকুল ইসলাম সুইট : পাবনায় ২৫ মার্চ গণহত্যা দিবস এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে পাবনা জেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভাসুত্রে জানাযায়, যথাযথ মর্যাদায় ব্যাপক জনসম্পৃক্তায় দিবস দুটি পালন করার জন্য ব্যাপক কর্মসুচী গুহীত হয়।
জেলা প্রশাসক মু. আসাদুজ্জামানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণের উপপরিচালক মো. জামাল উদ্দিন,বীর মুক্তিযোদ্ধা চন্দন কুমার চক্রবর্তী, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান হাবিব, অতিরিক্ত জেলা প্রশাসক শরীফ আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার , পাবনা প্রেস ক্লাব সভাপতি এবিএম ফজলুর রহমান, বাসস প্রতিনিধি রফিকুল ইসলাম সুইট, জেলা শিক্ষা কর্মকর্তা রোস্তম আলী হেলালী, জেলা প্রাথমিক কর্মকর্তা সিদ্দিক মো. ইউসুব রেজা জেল সুপার নসির উদ্দিন প্রধান, জেলা মৎস কর্মকর্তা আবুল কালাম আজাদ, সিনিয়র তথ্য কর্মতকর্তা মো. সামিউল আলম,বিআরডিবির সভাপতি হাবিবুর রহমান হাবিব, জেলা কালচারাল কর্মকর্তা মারুফা মঞ্জুরী খান সৌমি প্রমূখ।