বেড়ায় হাট-বাজার গুলোতে জাটকা ইলিশে সয়লাব

// ওসমান গনি, বেড়া (পাবনা) প্রতিনিধি ঃ
জাটকা নিষেধাজ্ঞা মৌসুম অমান্য করে পাবনার বেড়া উপজেলার যমুনা ও হুড়াসাগর নদী সংলগ্ন বিভিন্ন এলাকায় এক শ্রেণির অসৎ জেলেরা নির্বিচারে জাটকা ইলিশ শিকার করছে। সরেজমিনে বেড়া পৌর এলাকার চতুর হাট, বৃশালিকা কোলাঘাট, ডাকবাংলা ঘাট,মোহনগঞ্জ বাজার সহ উপজেলার হাটুরিয়া, নাকালিয়া, পেচাকোলা,বাটিয়াখড়া, নতুন ভারেঙ্গা, নাটিয়াবাড়ি সহ বিভিন্ন হাট-বাজার গুলোতে অবাধে জাটকা ইলিশ মাছ বিক্রি করছেন। স্থানীয়রা জানিয়েছেন প্রকাশ্যে জাটকা ইলিশ নিধন ও বিক্রি হলেও উপজেলা মৎস্য বিভাগসহ স্থানীয় প্রশাসন অজ্ঞাত কারণে রয়েছে নীরব।
এ প্রসঙ্গে বেড়া উপজেলা মৎস্য কর্মকর্তা নাসির উদ্দীনের কাছে মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন, জনবল সংকটের কারণে আমার একার পক্ষে অভিযানে নামা সম্ভব হয়ে ওঠেনা। তবে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করে জাটকা নিধন বিক্রি রোধে শীঘ্রই অভিযান পরিচালনা করা হবে বলে তিনি এ প্রতিবেদক কে জানিয়েছেন।