// রফিকুল ইসলাম সুইট : মহান একুশে ফেব্রুয়ারিতে শহীদ মিনারে পুর্ষ্পাঘ আর্পনের সময় অনেকেই পাদুকা পওে বেদীতে উঠে, শ্লোগান এবং বক্তব্য দিয়ে থাকে যা অন্যাদের অসুবিধা হয় এবং দিবসটির জন্য অমর্যাদাকর ও পবিত্রতা থাকে না। এ ছাড়াও জাতীয় দিবস ও বিজয় দিবস সহ অন্যান্য দিবসে এ জাতীয় ঘটনা দেখা যায় যা দিবসটির জন্য অমর্যাদাকর। যারা পুষ্পার্ঘ অর্পণ করতে আসে তারা অবশ্যই দায়িত্বশীল, এসব বিষয়ে আরো দায়িত্ববান হতে হবে এবং শহীদ মিনারের পবিত্রতা রক্ষা করতে হবে।
মঙ্গলবার সকালে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে পাবনা জেলা প্রশাসনের আয়োজনে পাবনায় ঐতিহাসিক ৭ মার্চ দিবস ২০২৪ এবং ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মবার্ষিকী ও জাতিয় শিশু দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে প্রন্তুতিমুল সভা বক্তারা এসব কথা বলেন।
সভাসুত্রে জানাযায়, এই দুইটি দিনের তাৎপর্য মানুষের মধ্যে ছড়িতে দিতে হবে এবং যথাযথ মর্যাদায় উদযাপন করার সিদ্ধান্ত হয়। পুর্ষ্পাঘ অর্পণ, দোয়া মাহফিল, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, রচনা প্রতিযোগীতা, পুরস্কার বিতরণ, উন্নত মানের খাবার পরিবেশন সহ নানা কর্মসুচী গ্রহন করা হয়।
জেলা প্রশাসক মু. আসাদুজ্জামানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন পাবনা জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আ স ম আব্দুর রহিম পাকন, জেলা কৃষি সম্প্রসারণের উপপরিচালক মো. জামাল উদ্দিন, সিভিল সার্জন ডা. শহীদুল্লাহ দেওয়ান, এনএসআই এর উপপরিচালক কামরুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক শরীফ আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম,বীর মুক্তিযোদ্ধা চন্দন কুমার চক্রবর্তী, পাবনা প্রেস ক্লাব সভাপতি এবিএম ফজলুর রহমান, সাধারণ সম্পাদক সৈকত আফরোজ আসাদ, সংবাদ পত্র পরিষদ সভাপতি আব্দুল মতীন খান, বাসস প্রতিনিধি রফিকুল ইসলাম সুইট, এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী আনিসুর রহমান মন্ডল, সদও উপজেলা পরিষদেও মহিলা ভাইস চেয়ারম্যান শামসুন নাহার রেখা, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আতিকুল ইসলাম, জেলা শিক্ষা কর্মকর্তা রোস্তম আলী হেলালী, পাসপোর্ট এডি মাজহারুল ইসলাম, জেল সুপার নসির উদ্দিন প্রধান, জেলা মৎস কর্মকর্তা আবুল কালাম আজাদ, এডি বিএডিসি(বীজ) রফিকুল ইসলাম, সিনিয়র তথ্য কর্মতকর্তা মো. সামিউল আলম, বিসিকের ডিজিএম রফিকুল ইসলাম, বিআরডিবির সভাপতি হাবিবুর রহমান হাবিব, জেলা কালচারাল কর্মকর্তা মারুফা মঞ্জুরী খান সৌমি, পাবনা কলেজের অধ্যক্ষ জু. হা. আতিকুল্লাহ, সরকারি টেকনিকেল স্কুল এন্ড কলেজের শিক্ষক আলী আকবর রাজু ।