// স্টাফ রিপোর্টার
পাবনার আটঘরিয়া উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কয়রাবাড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ৫২ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
আটঘরিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাহারুল ইসলাম এর সভাপতিত্বে এবং কয়রাবাড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জিল্লুর রহমানের সার্বিক ব্যবস্থাপনায় সোমবার ১৯ ফেব্রুয়ারী বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত ক্রীড়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন আটঘরিয়া উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সদস্য মোঃ তানভীর ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও দেবোত্তর ইউপি চেয়ারম্যান আবু হামিদ মোহাম্মদ মোহাঈম্মীন হোসেন চঞ্চল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এসএম শাজাহান আলী, ধলশ্বর ইসলামিয়া দাখিল মাদরাসা সভাপতি আলহাজ মোঃ বাকি বিল্লাহ, আটঘরিয়া প্রেসক্লাবের সভাপতি খায়রুল ইসলাম বাসিদ, আটঘরিয়া রিপোর্টার্স ইউনিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ সুলতান মাহমুদ।
উপস্থিত ছিলেন দেবোত্তর কবি বন্দে আলী মিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহাতাব উদ্দিন, আটঘরিয়া সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেলাল হোসেন খান, দেবোত্তর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবা খাতুন মায়া, ইশারত আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইদুল ইসলাম, শ্রীকান্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুজ্জামান খান মনি, ইউপি সদস্য আকরাম আলী, ইউপি সদস্য মোক্তার হোসেন, উপজেলা যুবলীগের সভাপতি আজিজুল গাফফার, আটঘরিয়া রিপোর্টার্স ইউনিটির সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন শেখ, অবসরপ্রাপ্ত পরিবার পরিকল্পনা করতে মোঃ রজব আলীসহ এলাকার সর্বস্তরের শুধিবৃন্দ উপস্থিত ছিলেন।
ক্রীড়া পরিচালনায় ছিলেন শরীর চর্চা শিক্ষক মোঃ মানিক উদ্দিন সিনিয়র শিক্ষক কেএম মহব্বত হোসেন, সহকারি শিক্ষক নাসির উদ্দিন, আ: মালেক, মনোয়ার হোসেন, আশরাফুল আলম, আব্দুল্লাহ আল মামুন।
উক্ত ক্রীড়ানুষ্ঠান শিক্ষক/ শিক্ষিকা, অভিভাবক ছাত্র-ছাত্রী, সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে উপভোগ করেন।
বিদ্যালয় এর প্রায় ৬ সর্বাধিক শিক্ষার্থীদের নিয়ে
৪৬ টি ইভেন্টের মধ্যে দিয়ে কয়রাবাড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ৫২ তম ক্রীড়া অনুষ্ঠানটি শেষ হয়।