// নাটোর প্রতিনিধি
নাটোরে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানে এক বালক বাজি ধরে বোরকা পড়ে ঢুকে পুলিশের হাতে আটক হয়েছেন। এ সময় পুলিশের সঙ্গে ওই তরুণের ধস্তাধস্তির একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ভাইরাল হয়েছে।
বুধবার (৭ ফেব্রুুয়ারি) দুপুরে নাটোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে এ ঘটনা ঘটে। মূর্হতে ঘঁনার একটি ওই ভিডিওতে দেখা গেছে, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভেতরে বোরকা পরিধানরত একজন ব্যক্তিকে পুলিশ সদস্যরা ঘিরে ফেলে। এসময় বোরকা পরিহিত ওই ব্যক্তিকে পুলিশ ধরতে গেলে পালানোর চেষ্টা করে। এরপর তিন পুলিশ সদস্যের সঙ্গে তার ধস্তাধস্তি হয়। ধস্তাধস্তির এক পর্যায়ে পুলিশ সদস্যরা শরীর থেকে বোরকা টেনে খুলে ফেলেন। এতে দেখা যায় বোরকা পরিহিত ওই ব্যক্তি একজন বালক। তার নাম সাদমান সাকিব (১৫)। সে নাটোর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী।
নাটোর সদর থানার কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, আগামীকাল ওই ছাত্রের স্কুলের অনুষ্ঠানে তার নারী চরিত্র একটি পারফরমেন্স ছিল। সেজন্য সে বোরকা পড়ে বাহিরে বের হয়। এসময় একজন সহপাঠি তাকে বলে, বোরকা পড়ে গালর্স স্কুলের ভিতর থেকে ঘুরে আসতে হবে। দেখি তোমাকে কেউ চিনতে পারে কি না। এবং প্রমাণের জন্য ভিতরে গিয়ে ছবি তুলে নিয়ে আসতে বলে। ওই ছাত্র সহপাঠির সঙ্গে বাজি ধরে। বাজি ধরে বোরকা পড়ে গালর্স স্কুলে প্রবেশ করে। পরে ওই ছাত্রকে স্কুলের ছাত্রীদের সন্দেহজনক মনে হলে বিষয়টি পুলিশকে জানায়। এসময় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য ওই ছাত্রকে থানায় নিয়ে আসেন।
ওসি আরও জানান, এ ঘটনায় আমরা কয়েক ঘন্টা তদন্ত করেছি। তদন্তে পুলিশের কাছে কোনো অপরাধ মনে হয়। সেজন্য তাকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে। হস্তান্তরেরর প্রক্রিয়া চলছে বলে তিনি জানান।