সিংড়ার ডাহিয়া খাল দখলমুক্ত করল প্রশাসন

// নাটোর প্রতিনিধি.
নাটোরের সিংড়ার চলনবিলে খাল দখলমুক্ত করতে প্রশাসনের অভিযান চলমান রয়েছে। সোমবার উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের উদ্যোগে ডাহিয়া খালে অভিযান চালিয়ে খালের প্রায় ৫ কিলোমিটার এলাকা দখলমুক্ত করে পানি চলাচল স্বাভাবিক করা হয়। অভিযানে খাল দখলের অভিযোগে ডাহিয়া গ্রামের আক্কাছ ফকির (৪০) নামের একজনের তিন হাজার টাকা অর্থদন্ড ও অনাদায়ে সাত দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন ইউএনও মাহমুদা খাতুন। উপস্থিত ছিলেন জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা শাহাদত হোসেন, চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম প্রমূখ।
সিংড়ার ইউএনও মাহমুদা খাতুন বলেন, সিংড়ার চলনবিল জীববৈচিত্র্য ভরপুর একটি বিল। খাল-বিল দখলমুক্ত করতে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।